Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলমোহনবাগানে যোগ দিলেন স্প্যানিশ সেন্টারব্যাক অ্যালবার্তো রদরিগেজ

মোহনবাগানে যোগ দিলেন স্প্যানিশ সেন্টারব্যাক অ্যালবার্তো রদরিগেজ

অলস্পোর্ট ডেস্ক: স্প্যানিশ ডিফেন্ডারকে দলে নিয়ে দলের রক্ষণকে আরও শক্তিশালী করলেন হোসে মলিনা। শুক্রবার দুই বছরের চুক্তিতে ক্লাবের সঙ্গে যোগ দিলেন সেন্টারব্যাক অ্যালবার্তো রদরিগেজ। শেষ মরসুমটা তিনি খেলেচেন ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যান্‌ডুংয়ের সঙ্গে। সেখান থেকেই সরাসরি যোগ দিচ্ছেন সবুজ-মেরুনে। এর আগে দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন স্কটিশ ডিফেন্ডার থমাস অ্যালড্রেড। এই দুই ডিফেন্ডারের আগমনে মোহনবাগানের ডিফেন্স লাইন যে সব প্রতিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এবার মোহনবাগান কোচিংয়ের দায়িত্বে হোসে মলিনা। তাঁর পছন্দেই সেজে উঠছে দল।

দলের নবাগত ডিফেন্ডার সম্পর্কে জানা গিয়েছে, তিনি দলের রক্ষণ সামলানোর পাশাপাশি খুব ভাল পাসারও। এছাড়া ছ’ফুটের উপরে শারীরিক উচ্চতা হওয়ায় প্রতিপক্ষের বক্সে উঠে গিয়ে সেটপিস থেকে গোলও করতে পারেন। তাঁর ঝুলিতে তেমন গোল রয়েছে অনেক। যা তাঁকে তাঁর শেষ মরসুমের লিগের সেরা প্লেয়ারদের মধ্যে রেখেছিল।

অ্যালবার্তোকে দলে নিতে পেরে খুশি মলিনা বলেন, “অ্যালবার্তো এমন একজন সেন্টার ব্যাক যে নিজের শক্তি ও আগ্রাসী মনোভাব নিয়ে দলের রক্ষণকে দারুণভাবে সামলাতে পারেন। তর সব থেকে বড় গুণ রক্ষণের পাশাপাশি আক্রমণও তৈরি করতে পারেন। তার দুটো পা-ই সমানভাবে কার্যকর। গত মরসুমে ইন্দোনেশিয়ার শীর্ষ লিগে নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করার পিছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। আমি খুশি যে ও মোহনবাগানের ডাকে সাড়া দিয়েছে।”

মোহনবাগানে যোগ দিতে পেরে খুশি রদরিগেজ বলেন, “বেশ কয়েকবছর ধরে আমি ইন্ডিয়ান সুপার লিগের খেলার দিকে নজর রাখছিলাম। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট যেভাবে দাপট দেখিয়ে আইএসএল-এ চ্যাম্পিয়ন হয়ে, সেটাও দেখেছি। তবে মোহনবাগানে আমার সই করার অন্যতম কারণ তাদের বিপুল সমর্থক-সদস্যদের আবেগ। এমনিতে মাঠ ভর্তি সমর্থকদের সামনে খেললে আমার সেরা খেলাটা সবসময়ই বেরিয়ে আসে। আর বারতে এ বিষয়ে মোহনবাগানের কোনও বিকল্প নেই। আবেগ এবং সমর্থনের বিষয়ে সবু-মেরুন সমর্থকরাই সেরা। আমার প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি। যে টুর্নামেন্টটগুলো আমরা খেলব,সেগুলো জেতা.”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments