Sunday, November 16, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ঘোষণা, ‘বাংলার কোচ সঞ্জয় সেন’, নিশ্চিত ন‌ন স্বয়ং কোচ

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ঘোষণা, ‘বাংলার কোচ সঞ্জয় সেন’, নিশ্চিত ন‌ন স্বয়ং কোচ

অলস্পোর্ট ডেস্ক: মঞ্চটা ছিল আইএফএ-র। বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার। সেখানে আসন্ন কলকাতা লিগ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা, প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি উঠে এল সন্তোষ ট্রফি প্রসঙ্গও। যা বার বার তুলে দিলেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যেমন অতীতেও আরও বেশি ভূমিপুত্রের দাবি করেছিলেন কলকাতা লিগে, এদিনও পুরো দল ভূমিপুত্র দিয়েই সাজানোর দাবি করলেন। কারণ হিসেবে অবশ্য জানিয়ে দিলেন, সন্তোষ ট্রফিতে বাংলার সাফল্যের জন্যই এটা গুরুত্বপূর্ণ। কিন্তু সব থেকে বড় চমকটা তিনি দিলেন যখন মঞ্চ থেকেই ঘোষণা করে দিলেন আগামী সন্তোষ ট্রফিতেও বাংলার কোচ থাকবেন সঞ্জয় সেনই। যা শুনে রীতিমতো অবাক স্বয়ং সঞ্জয় সেন, যিনি সেই মুহূর্তে উপস্থিত ছিলেন ভেন্যুতেই।

প্রাথমিকভাবে তিনি তাঁর ভাষণে অনুরোধ করেন যাতে সঞ্জয় সেনকেই বাংলা দলের হেড কোচ হিসেবে রেখে দেওয়া হয়। কিন্তু তার কিছুক্ষণ পরই সেই মঞ্চ থেকে সোচ্চারে বলেন, ‘‘আমি একটি ঘোষণা করতে চাই, আমাদের আগামী বছরের সিনিয়র বাংলা দলের হেড কোচ থাকবেন সঞ্জয় সেনই।’’ মন্ত্রীর এমন ঘোষণায় অনুষ্ঠান হলে উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠান শেষে স্বয়ং সঞ্জয় সেন জানান, তিনি এমন ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন না। বরং তাঁর কোচিং জীবনে এমন চমক অতীতে কোনও দিনও পাননি।

বাংলার সফলতম কোচ সঞ্জয় সেন বলছিলেন, ‘‘২৭ বছরের কোচিং জীবনে প্রথম বাংলা দলের হেড কোচ হওয়ার সুযোগ আমার কাছে গর্বের। উনি (ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস) খেলাটাকে আবেগ দিয়ে ভালোবাসেন। খেলা নিয়ে সব সময় ভাবেন। শুধু ফুটবল নয়, সব ধরনের খেলা নিয়ে তিনি ভাবেন, এবং সব জায়গায় তিনি উপস্থিত থাকেন। উনি আবেগ থেকে বিষয়টি বলেছেন। তবে আমি এখনই কিছু বলার মতো জায়গায় নেই।’’

মন্ত্রীর ঘোষণায় একটা প্রশ্ন অবশ্যই উঠছে, এভাবে কী কোচের নাম ক্রীড়ামন্ত্রী ঘোষণা করতে পারেন? পুরো বিষয়টিই একটি নিয়মের মধ্যে দিয়ে গিয়ে করতে হয়। সেটা হয়ে গেলে তার পর কোচের নাম ঘোষণা হয়। সেক্ষেত্রে এই ঘোষণা কতটা অফিশিয়াল সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে যখন ক্রীড়ামন্ত্রী চেয়েছেন, এবং সঞ্জয় সেন যদি প্রস্তুত থাকেন তাহলে পরের বারও সন্তোষ ট্রফিতে বাংলার হেড কোচ হিসেবে দেখা যাবে সঞ্জয় সেনকেই। তবে সঞ্জয় সেন সেটা নিয়ে নিশ্চিত নন।

বলছিলেন, ‘‘বাংলা দলের কোচিং করানো আমার কাছে গর্বের। আবার দায়িত্ব পেলে সম্মানিত হব। কিন্তু আমি এখনই কিছু বলতে পারছি না, কারণ সেই সময় কী পরিস্থিতি থাকবে, আমি কোথায় থাকব, সব কিছুর উপর নির্ভর করছে এটা হওয়া।’’ যদি ভারতীয় দলের কোচিংয়ের অফার আসে? ‘‘আমার বিশ্বাস তেমনটা হলে স্বয়ং মন্ত্রীও খুশি হবেন,’’ বলেন সঞ্জয় সেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments