অলস্পোর্ট ডেস্ক: লক্ষ্য ছিল সন্তোষ ট্রফি ফাইনালে খেলতে যাওয়া বাংলা ফুটবল দলকে শুভেচ্ছা জানানো। কিন্তু সামনে যখন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তখন ডার্বি প্রসঙ্গ যে উঠে আসবে তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। সেই মতো সরকারের তরফে আরও একবার জানিয়ে দেওয়া হল, ১১ জানুয়ারির আইএসএল ২০২৪-২৫-এর ফিরতি লেগের ডার্বিতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বাকিটা এফএসডিএল ও এআইএফএফ-এর সিদ্ধান্ত। এই অবস্থায় ডার্বি বিশ বাও জলে।
প্রথম ডার্বির আয়োজক ছিল ইস্টবেঙ্গল। এই ডার্বি স্বাভাবিকভাবেই মোহনবাগান আয়োজক। যদিও তাদের হাতে কিছু নেই কারণ ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ সবসময়ই উত্তেজনার, সেখানে পর্যাপ্ত পুলিশ না থাকলে প্লেয়ার থেকে সমর্থক সবারই নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হবে। এই অবস্থায় বল এখন আইএসএল আয়োজক ও দেশের ফুটবল নিয়ামক সংস্থার কোর্টে। গত মরসুমেও এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবারও যা পরিস্থিতি তাতে ডার্বি পিছিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
এছাড়া এদিন মূলত সন্তোষ ট্রফি নিয়েই আলোচনায় বসেছিলেন ক্রীড়ামন্ত্রী। সন্তোষ ট্রফি ফাইনালে বাংলার সাফল্য নিয়ে এদিন নিউ সেক্রেটারিয়েটের ক্রীড়া দফতরে আইএফএ’র সভাপতি, সহ-সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ক্রীড়া দফতরের প্রধান সচিব শ্রী রাজেশ সিনহা ও অন্যান্য আধিকারিকরা।
এদিন কোচ সঞ্জয় সেন ও বাংলার অধিনায়ক চাকু মান্ডির সঙ্গে ফোনে কথা বলে উৎসাহিত করে মন্ত্রী। তিনি তাদের জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তাদের সঙ্গে আছেন।
সবাই সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্যও কামনা করেন।
মঙ্গলবার হায়দ্রাবাদে সন্তোষ ট্রফি ২০২৪-এর ফাইনালে কেরালার মুখোমুখি হবে বাংলা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার