অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। চিলিকে ১-০ গোলে হারাতে আর্জেন্টিনার সময় লেগে গেল ৮৮ মিনিট। পরিবর্ত হিসেবে নামা লাউতারো মার্টিনেজের একমাত্র গোলেই জয়ের মুখ দেখল মেসির দল। প্রথমার্ধে লিওনেল মেসির একটি গোলমুখি শট পোস্টে লেগে ফেরে। তবে বিশ্বকাপ জয়ীদের মান রাখলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ মুহূর্তে লাউতারোর গোল নিউ জার্সির ৮২ হাজারের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ভক্তদের জন্য স্বস্তির ছিল। ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের জন্য অনেক আগেই গোলের মুখ খুলে ফেলার সুযোগ এসে গিয়েছিল কিন্তু দুর্বল ফিনিশিং এবং চিলির ৪১ বছর বয়সী গোলরক্ষক ক্লাউদিও ব্রাভোর অসাধারণ পারফরম্যান্স সেটা হতে দেয়নি। এক কথায় এই ম্যাচ দুই গোলকিপারের ম্যাচ হয়ে থাকল।
এনএফএল-এর নিউ ইয়র্ক জেটস এবং নিউ ইয়র্ক জায়ান্টসের হোম গ্রাউন্ড এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু এই স্টেডিয়াম কোপায় আর্জেন্টিনার হোম গ্রাউন্ডে রূপান্তরিত হয়েছিল।
মেসির স্ট্রাইক পার্টনার জুলিয়ান আলভারেজ ২২ মিনিটে নিকোলাস গঞ্জালেজ বাইলাইন থেকে বল ফিরিয়ে নেওয়ার পর প্রথম শটে ব্রাভোর সেভ আটকে যায়।
চিলি মেসিকে আটকে রাখতে সক্ষম হয় পুরো ম্যাচেই, মাঝে মাঝে তিনজন মিলে মেসিকে মার্কিংয়ে রাখতে দেখা যায়।
আটবারের ব্যালন ডি’অর বিজয়ী ৩৬তম মিনিটে ২৫ গজ থেকে যে শটটি নিয়েছিলেন, সেটা পোস্টে না লাগলে মেসির সেই চেনা দূরপাল্লার শটে গোলের দৃশ্য আরও একবার দেখা যেত।
চিলি দু’বার আর্জেন্টিনাকে ২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হারিয়েছিলন। ২০১৬-র ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে মেসি অবসর ঘোষণা করে দিয়েছিলেন হতাশায়। যদিও সকলের অনুরোধে তিনি আবার ফেরেন এবং বিশ্বকাপও জেতেন।
চিলি দু’বার কাউন্টার আক্রমণে আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজকে রদ্রিগো এচেভেরিয়ার বিরুদ্ধে সেরা কিপিংয়ের দক্ষতা দেখাতেই হয়।
নির্ধারক মুহূর্তটি এসেছিল যখন চিলি মেসির কাছ থেকে একটি ইন-সুইং কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছিল এবং লাউতারো মার্টিনেজ সেই বল দখল করতে ঝাঁপিয়ে পড়েন, দীর্ঘ ভার অফসাইড চেকের পরে গোল নিশ্চিত করা হয়েছিল।
লাউতারো দ্বিতীয় গোলের সুযোগও পেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এক গোলে জিতেই একটি ম্যাচ বাকি থাকতে পরের রাউন্ডে তাদের জায়গা নিশ্চিত করে ফেলল বিশ্বজয়ীরা।
“আমি মাঠে নেমে স্কোর করতে সক্ষম হয়েছি। এই গেমগুলি সর্বদা এমনই হয়, আমাদের পরবর্তী গেমগুলির ক্ষেত্রেও একইভাবে খেলতে হবে, কারণ সেগুলি সবই জটিল হতে চলেছে,” লাউতারো টিআইসি স্পোর্টসকে বলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার