Tuesday, February 18, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলভারতীয় ফুটবল দলের ভবিষ্যৎ কে? জানালেন সুনীল ছেত্রী

ভারতীয় ফুটবল দলের ভবিষ্যৎ কে? জানালেন সুনীল ছেত্রী

অলস্পোর্ট ডেস্কঃ সুনীল ছেত্রীর বয়স এখন ৩৮ বছর। এমন অবস্থায় অনেকেই প্রশ্ন করছেন তিনি তো আর বেশি দিন ভারতীয় দলে খেলতে পারবেন না, তাহলে সুনীলের জায়গা কে পূরণ করবেন। এবার নিজের উত্তরসূরির প্রসঙ্গে মুখ খুললেন সুনীল ছেত্রী নিজেই। আসলে ভারতীয় দলে সুনীল ছেত্রীর যোগ্য উত্তরসূরি কি পেয়েছে ভারতীয় দল? সুনীল ছেত্রী মনে করেন হ্যা এমনটা হয়েছে। তরুণ ফুটবলাররা আগামী দিনে ভারতীয় ফুটবলকে আরও উচ্চতায় পৌঁছে দেবে, এমটাই মনে করেন সুনীল ছেত্রী।   

এশিয়ান কাপের আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ কাপে খেলার অভিজ্ঞতা ভারতীয় ফুটবলারদের বিশেষ সুবিধা দেবে বলে মনে করছেন সুনীল। এ বিষয়ে সুনীল ছেত্রী বলেছেন তিনি ফসিল হয়ে গিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে খেলছেন। তাই তাঁর পরিবর্ত খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে তাঁর সরাসরি পরিবর্ত হয়তো নেই কিন্তু দলে অনেক ফুটবলার এসেছে যাঁরা খুব ভালো খেলছে।

সুনীল ছেত্রী বলেছেন, ‘ইশান পন্ডিতা, রহিম আলি, মনবীর সিং, শিবশক্তি নারায়ণনদের সকলেই ভালো ফুটবলার। তবে ওদের সেই শ্রদ্ধা অর্জন করতে গেলে আরও পরিশ্রম করতে হবে। আইএসএলে একাধিক ম্যাচ হয়েছে, যেখানে আমি আর রয় কৃষ্ণ বেঞ্চে ছিলাম। কিন্তু শিবশক্তি সব ম্যাচে খেলেছে। ওদের যত সুযোগ দেওয়া হবে ততই ওদের আত্মবিশ্বাস বাড়বে।’

এদিকে আগামী বছর কাতারে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপে অংশ নেবে ভারতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিফা ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী দেশগুলির মুখোমুখি হতে হবে সুনীল ছেত্রীদের ভারতকে। তার আগে এশিয়ান কাপের প্রস্তুতিতে সাহায্য করবে বলে মনে করছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপে মঙ্গোলিয়া ও লেবাননের মতো দলের সঙ্গে খেলবে ভারত। তার পর সাফ কাপে কুয়েত, নেপাল ও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারতীয় ফুটবল দল। এক টানা আন্তর্জাতিক ম্যাচের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন সুনীল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments