অলস্পোর্ট ডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা আর তার পরই ভারত বনাম পাকিস্তান যুদ্ধের বাঁশি হাতে মাঠে নেমে পড়বেন রেফারি। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সুনীল ছেত্রী স্বীকার করে নিলেন, রেফারি বাঁশি বাজিয়ে ম্যাচ শুরু করলেই শুরু হয়ে যায় শত্রুতা। বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের সামনে পাকিস্তান। আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
ভারত-পাকিস্তান মানেই একটা যুদ্ধ যুদ্ধ আবহ। ম্যাচের দিন দুপুরেই ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান ফুটবল দল,। এক কথায় কোনও প্রস্তুতি ছাড়াই সাফের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। ভারতীয় ফুটবল দলও পুরোপুরি তৈরি। সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়ে সাফের মহড়া সেরে ফেলেছেন সুনীলরা।
ক্রিকেট হোক বা ফুটবল, ভারত পাকিস্তানের খেলা মানেই তা শুধু খেলা নয়, যেন দুই দেশের যুদ্ধ। এটা একমাত্র খেলা যেখানে হেরে যাওয়া মানে শুধু দুই দলের খেলোয়াড়দের হেরে যাওয়া নয়, পুরো দেশের হেরে যাওয়া। ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানান, মাঠে নামার পর রেফারি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে সব কিছু অনুকুল থেকে প্রতিকুল হয়ে যায়। দুই দলের সবাই হয়ে ওঠে একে অপরের শত্রু।
ইন্ডিয়ান সুপার লিগের সোশ্যাল মিডিয়ায় পেজে ভিডিও শেয়ার করে ছেত্রী অতীতে তাঁর পাকিস্তানের বিরুদ্ধে খেলার অভিঙ্গতার কথা শুনিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে , কিভাবে খেলোয়াড়ররা ম্যাচের আগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মুহূর্তে ভুলে যান।
ছেত্রী এই ভিডিওতে বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে যখন খেলোয়াড়দের সঙ্গে দেখা হয় তখন আমরা থাকি বন্ধুর মতো। আমি আগে যখন বার কয়েক পাকিস্তানে গিয়েছিলাম তখন সবকিছু ভাল এবং বন্ধুত্বপূর্ণ ছিল। আমরা একে অপরের সঙ্গে পাঞ্জাবিতে কথা বলছিলাম। কিন্তু বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কী হয়ে গেল বুঝলাম না।“
তিনি আরও বলেন, ‘‘ছোটবেলা থেকেই আমাদের ভিতরে এই শত্রুটা ঢুকে গিয়েছে। আমি নিশ্চিত পাকিস্তানিরাও একইভাবে ভাবে। আসল কথা আমরা ওদের বিরুদ্ধে হারতে চাই না।“
১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ খেলা হবে দুটো গ্রুপে ভাগ করে। ভারত আছে গ্রুপ-এ-তে, সঙ্গে রয়েছে কুয়েত, নেপাল ও পাকিস্তান। গ্রুপ-বি-তে রয়েছে লেবানন, ভুটান, মলদ্বীপ এবং বাংলাদেশ।
ভারতের গ্রুপের সব দলই র্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছে তাদের থেকে। ভারতের র্যাঙ্কিং এই মুহূর্তে ১০১। বাকি দলের মধ্যে কুয়েতের রাঙ্কিং ১৪৩, পাকিস্তান ১৯৫ এবং নেপাল ১৭৪। নেপাল শেষ ২০২১-এ এই চ্যাম্পিয়নশিপের রানার্স হয়েছিল।
রাউন্ড রবিন ফর্ম্যাটে হবে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগ পর্ব। সেখান থেকে দুই গ্রুপের সেরা দুই দল ১ জুলাই খেলবে সেমিফাইনালে। ৪ জুলাই ফাইনাল। আটবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এই টুর্নামেন্টের সফলতম দল ভারতই। দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল মলদ্বীপ। এছাড়া শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান একবার করে এই টুর্নামেন্টের সেরা হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার