Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলসুনীল ছেত্রী মরিয়া গোল পেতে, দলের কাছে একটাই আর্জি, "চাই গোল"

সুনীল ছেত্রী মরিয়া গোল পেতে, দলের কাছে একটাই আর্জি, “চাই গোল”

অলস্পোর্ট ডেস্ক: এএফসি এশিয়ান কাপের নক আউট পর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ হলেও তা রয়েছে ভারতের সামনে। কিন্তু সে জন্য মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বিশ্বের ৯১ নম্বর দল সিরিয়াকে হারাতেই হবে। গত দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে পাঁচ গোল খাওয়ার পর ভারতীয় শিবির ধাক্কা খেলেও মঙ্গলবারের ম্যাচ থেকে ইতিবাচক ফল অর্জন করার মরিয়া চেষ্টা করবেন বলে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী । 

প্রথম ম্যাচে মূলত রক্ষণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে রক্ষণের পাশপাশি আক্রমণেও সচল ছিলেন ভারতীয় ফুটবলাররা। একাধিক গোলের সুযোগও পান তাঁরা। কিন্তু কোনওটিই গোলে পরিণত করতে পারেননি তাঁরা। এই সমস্যাকেই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ বলে মনে করছেন সুনীল ছেত্রী। সোমবার সাংবাদিকদের তিনি বলেন,  “আমি বা দল গোল করতে পারছি না, এটা একটা বড় সমস্যা ঠিকই। তবে গোল করতে পারব না, এমন কথা মাথায় রেখে মাঠে নামি না আমরা। উজবেকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা অনেক গোলের সুযোগ পেয়েছিলাম। গত ম্যাচে রাহুলের হেড, মহেশের শট ও আমার ডিফ্লেকশনের কথাই ধরুন। কিন্তু একই রকমের সুযোগ প্রতিপক্ষরা তৈরি করে সফল হয়েছে। বড় বড় টুর্নামেন্টে এই ছোট ছোট ব্যাপারই ফারাক তৈরি করে দেয়। আশা করি, আসন্ন ম্যাচে আর একই ভুল হবে না। এই সমস্যার সমাধান করতে পারব”। 

ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে ১১ ধাপ এগিয়ে রয়েছে সিরিয়া, যারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারতের মতো একটিও ম্যাচ জিততে পারেনি এবং একটিও গোল দিতে পারেনি। সেই কারণেই তাদের মোকাবিলা করাটা গত দুই প্রতিপক্ষের চেয়ে তুলনায় সোজা হবে বলে মনে করেন সুনীল। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় সম মানের দলের বিরুদ্ধে খেলাটা তুলনায় সোজা। কিন্তু অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপে (মূলপর্বে) খেলা বা উজবেকিস্তানের মতো বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকা দলের মোকাবিলা করা মোটেই সোজা নয়। কারণ, ওদের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত নই আমরা”। 

তবে গত দুই ম্যাচের মতোই শারীরিক চ্যালেঞ্জের মোকাবিলা এই ম্যাচেও করতে হবে বলে মনে করেন সুনীল। তিনি বলেন, “গত দুটো ম্যাচে আমাদের যে রকম শারীরিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল, এই ম্যাচেও সে রকমই চ্যালেঞ্জ নিতে হবে আমাদের। এই ব্যাপারটা আমাদের আগে থেকেই জানা ছিল। প্রথম দুই ম্যাচেই এর অভিজ্ঞতা হয়েছে আমাদের। আমাদের যে ভুলগুলো হয়েছে, সেগুলো শোধরানোই বেশি গুরুত্বপূর্ণ এখন। কোনও কোনও ভুলের জন্য গোলও খেতে হয়েছে আমাদের। অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের বিরুদ্ধে খেলে শারীরিক ফুটবল নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের, তা এই ম্যাচে কাজে লাগবে। ওরাও আমাদের বিরুদ্ধে শারীরিক সুবিধা কাজে লাগাতে চেষ্টা করবে”।  

সুনীলের সতীর্থরাও সিরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখার ব্যাপারে আশাবাদী। দলের তারকা আক্রমণাত্মক মিডফিল্ডার লালিয়ানজুয়ালা ছাঙতে সোমবার indiansuperleague.com কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “প্রথম দুই ম্যাচে আমরা যা করতে চেয়েছিলাম পারিনি। তবে শেষ ম্যাচে আমরা কিছু করে দেখাতে চাই। আমাদের সবার ইতিবাচক মনোভাব রয়েছে। শেষ ম্যাচে কী করতে হবে আমরা জানি। প্রস্তুতি খুব ভাল হচ্ছে। প্রত্যেকেই ১২০ শতাংশ দিতে প্রস্তুত। যে কোনও ফল হতে পারে এই ম্যাচে। আমরা এই ম্যাচে সমর্থকদের খুশি করতে চাই ও নিজেরাও সন্তুষ্ট হয়ে দেশে ফিরতে চাই”। 

উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি ছাঙতে। তবে এই ম্যাচে খেলার জন্য তিনি তৈরি বলে জানিয়েছেন কোচ ইগর স্টিমাচ। সিরিয়ার বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করে তা কাজে লাগানোর ব্যাপারে বদ্ধপরিকর ছাঙতে বলেন, “গত দুই ম্যাচে আমরা ভাল ফুটবল খেলেছি। তবে যথেষ্ট গোলের সুযোগ তৈরি করতে পারিনি। কয়েকটা খুব ভাল সুযোগ পেয়েছিলাম। তবে তা কাজে লাগাতে পারিনি। পরের ম্যাচে আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। তিন পয়েন্ট পেতে হবে। আমরা প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখন আর অতীতে ফিরে তাকিয়ে লাভ নেই। এখন আমাদের ফোকাস সিরিয়াও এই ম্যাচে তিন পয়েন্ট পেতে আমরা মরিয়া”। 

গত দুই ম্যাচে খেলেননি বাংলার অভিজ্ঞ ডিফেন্ডার প্রীতম কোটাল। তবে তিনি ড্রেসিংরুমে সতীর্থদের উৎসাহ জোগানোর কাজটা খুব ভাল মতোই করে চলেছেন। তিনি আইএসএলের অফিশিয়াল ওয়েবসাইটের প্রতিনিধিকে বলেন, “ড্রেসিংরুমে যে সবাই খুব ভাল মেজাজে রয়েছে, তা নয়। তবে সবাই ইতিবাচক আছে। উজবেকিস্তানের বিরুদ্ধে আমরা যে রকম মনোভাব নিয়ে খেলেছিলাম, সে রকমই মনোভাব নিয়ে এই ম্যাচেও খেলতে চাই। তবে আরও ভাল খেলার চেষ্টা করব, যাতে ইতিবাচক ফল তৈরি করতে পারি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব”। 

সাম্প্রতিক ফলের জন্য অনেক আশা জাগিয়ে এশিয়ান কাপের আসরে যাওয়া ভারতীয় দল পরপর দুই ম্যাচে হারার ফলে দেশের ফুটবল মহলে ফের সমালোচনার ঝড় উঠেছে। তবে এই সব সামালোচনায় কান দিতে চান না কেরালা ব্লাস্টার্সের অন্যতম অধিনায়ক। এই প্রসঙ্গে প্রীতম বলেন, “বাইরে কী হচ্ছে, তা জানি না। বাইরের কথা বাইরেই থাকতে দিন। আমাদের দলের মধ্যে কী কথা হচ্ছে, সেটাই সবচেয়ে জরুরি। কালকের ম্যাচে আমরা কী কী করতে পারি, সেই নিয়েই আলোচনা হয়েছে নিজেদের মধ্যে। সমর্থকেরা আমাদের পাশে থাকুন। আমরা ভাল কিছু করার খুব চেষ্টা করছি”। 

ভারতের মতো এই ম্যাচে জিতে গ্রুপ পর্ব শেষ করতে চায় সিরিয়াও। উজবেকিস্তানকে রুখে দেওয়ায় সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দলের অন্যতম হিসেবে নক আউট পর্বে ওঠার দৌড়ে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে তারা। কিন্তু সে জন্য শেষ ম্যাচে জয় অবশ্যই দরকার। তাই এই ম্যাচে জেতার মনোভাব নিয়েই নামবেন বলে জানালেন তাদের অধিনায়ক ফাহাদ ইউসেফ। 

গত দুই ম্যাচে ২২টি শট নিলেও একটিও গোল পাননি তাঁরা। এই প্রসঙ্গে ফাহাদ বলেন, “কাল আমাদের গোল করতে হবে। জেতাই লক্ষ্য। নক আউটে ওঠার রাস্তা আমরা নিজেরাই নির্দিষ্ট করতে চাই। অন্যদের দিকে তাকিয়ে থাকতে চাই না। এই ম্যাচের জন্য নিজেদের মানসিক ও শারীরিক ভাবে খুব ভাল ভাবে প্রস্তুত করেছি আমরা। দলের সবাই এই ম্যাচকে খুবই গুরুত্ব দিচ্ছে। আমরা চাপে ভুগছি না। বরং দলের ছেলেরা সবাই দায়িত্ব নিতে প্রস্তুত, ওদের সেই অভিজ্ঞতাও আছে। নিজেদের কৌশল কার্যকর করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারত যথেষ্ট উন্নতি করছে। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে এই ম্যাচ জিতে আমরা দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই”।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments