অলস্পোর্ট ডেস্ক: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বুধবার সুপার কাপের দিনক্ষণ জানিয়ে দিল। ২১ এপ্রিল ২০২৫ থেকে সুপার কাপ ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত হবে।
১৬ দলের প্রিমিয়ার ক্লাব প্রতিযোগিতাটি নক-আউট ফরম্যাটে খেলা হবে। ১৩টি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাব এবং তিনটি আই-লিগ ক্লাব টুর্নামেন্টের পঞ্চম সংস্করণে অংশ নেবে।
সুপার কাপ ২০২৫-এর বিজয়ীরা ২০২৫-২৬ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (ACL2)-এর প্লে অফে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে, যা ভারতীয় ক্লাবগুলিকে মহাদেশীয় মঞ্চে তাদের জায়গা তৈরি করার সুযোগ দেবে।
এটি হবে সুপার কাপের পঞ্চম আসর যেখানে আইএসএল দলগুলোই এগিয়ে থাকবে।
বেঙ্গালুরু এফসি ২০১৮+তে জয়লাভ করেছিল, পরের বছর এফসি গোয়া ২০১৯ সালে চেন্নাইয়িন এফসিকে ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিল। কোভিড-১৯ অতিমারির কারণে টুর্নামেন্টটি ২০২০:এবং ২০২২-এ আয়োজন করা সম্ভব হয়নি, কিন্তু ২০২৩ সালে আবার শুরু হয়। ওডিশা এফসি ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে তাদের প্রথম ট্রফি জিতে নেয়,। শেষবার ২০২৪ সালে ইস্টবেঙ্গল এফসি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার