মুনাল চট্টোপাধ্যায়: সত্যি সেলুকাল কী বিচিত্র এই দেশ! এই দেশের ফুটবল ও ফেডারেশন! ৬ নভেম্বর সুপার কাপের গ্রুপ লিগের খেলা শেষে চতুর্থ সেমিফাইনালিস্ট দলের নাম ঠিক হয়ে যাবে। তারপর গোয়ার মাঠে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ কবে হবে জানেন? ৪ ডিসেম্বর। আর ফাইনাল? সেটা গোয়াতেই ৭ ডিসেম্বর। সব ম্যাচ হবে মারগাঁওয়ের ফতোরদা নেহরু স্টেডিয়ামের মাঠে। বলতে গেলে গ্রুপ লিগের খেলা শেষ হওয়ার ১ মাস পর। কোনও দলের পক্ষে এই লম্বা গ্যাপে নিজেদের ফোকাস ও ছন্দ ধরে রাখা সম্ভব সেমিফাইনাল ও ফাইনাল খেলার জন্য। এ একমাত্র ভারতেই সম্ভব।
ভারতীয় ফুটবল ফেডারেশন অবশ্য নানা যুক্তি দিচ্ছে এমন সূচীর জন্য। গ্রুপ লিগ শেষ হওয়ার পর একমাস বাদে সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনাল ফেলার জন্য। কী সেই যুক্তি? ১৮ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের এএফসি এশিয়ান কাপের নিয়মরক্ষার ম্যাচ আছে। তারজন্য প্রস্তুতি শিবিরের জন্য আপাতত খেলা বন্ধ রাখতে হচ্ছে। তারপর আবার ২৬ নভেম্বর এএফসি গোয়ার এসিএল ২র ম্যাচ রয়েছে বাইরের মাঠে। যেহেতু এফসি গোয়া সুপার কাপ সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। তাই গোয়াকে এসিএল ২ ম্যাচ খেলার পর সুপার কাপ সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত হওয়ার সুযোগ দিতেই ৪ ডিসেম্বর তারিখটা বাছা হয়েছে।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য পাঞ্জাব এফসিকেও ৪ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইস্টবেঙ্গল ও পাঞ্জাব, দু’দলের কোচের সামনেই এখন ফুটবলারদের ফোকাস ও ফর্ম আগামী একমাস ধরে রাখার মস্ত চ্যালেঞ্জ। মোহনবাগানের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ গোলশূণ্য ড্র করে আগেই সুপার কাপের সেমিফাইনালে পৌঁছেছে লাল হলুদ ব্রিগেড। বুধবার বেঙ্গালুরুকে টেক্কা দিয়ে সেমিফাইনালে উঠল পাঞ্জাব এক অভিনব লড়াই জিতে।
বুধবার ম্যাচ শুরুর আগে পয়েন্ট ও গোলপার্থক্যে সমান জায়গায় থেকে পরস্পরের মুখোমুখি হয়েছিল জেরাড জারাগোজার বেঙ্গালুরু ও প্যানস ডিমপেরিসের পাঞ্জাব। এই পরিস্থিতিতে ৯০ মিনিটের নির্ধারিত সময়ে গোল করে জয়ের সুযোগ ছিল দু’দলের সামনে। কিন্তু এখানেই প্রশ্নটা ছিল। নির্ধারিত ৯০ মিনিটের পরও ম্যাচটা যদি ড্র থেকে যায়, তাহলে সেমিফাইনালে যাবে কে? তাহলে কি লটারি হবে দু’দলের মাঝে? না, সুপার কাপের টুর্নামেন্টের নিয়মে বলা ছিল, গ্রুপের লিগে শেষে দু’দলের পয়েন্ট ও গোলপার্থক্য যদি সমান হয়ে যায়, তাহলে মাঠে থাকা দু’দলের মধ্যে ম্যাচের ফয়সালা হবে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ৯০ মিনিট শেষে।
বুধবার সেটাই ঘটল গোয়ার মাঠে। বেঙ্গালুরু ও পাঞ্জাবের মধ্যে ম্যাচটা ৯০ মিনিট গোলশূণ্য থেকে যায়। স্বাভাবিকভাবেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই পর্বে নার্ভ ঠিক রেখে টাইব্রেকারে ৫-৪ ফলে বেঙ্গালুরুকে হারিয়ে সেমিফাইনালে গেল পাঞ্জাব। বেঙ্গালুরুর রায়ান উইলিয়ামসের শট রুখে পাঞ্জাবের সেমিফাইনালে ওঠার রাস্তা প্রশস্ত করে দেন গোলকিপার মোহিত সাবিথ। পাঞ্জাবের বিনীর রাই পঞ্চম শটটি চমৎকারভাবে বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীতের পাশ দিয়ে জালের ভেতর পাঠাতেই বাজিমাত পাঞ্জাবের।
দিনের অন্য ম্যাচে আগেই গোকুলামের কাছে ০-৩ গোলে হেরে সুপার কাপ অভিযান শেষ করেছিল মহমেডান। এখন বাকি সব দলের মতো মহমেডানকেও অপেক্ষায় থাকতে হবে আইএসএল শুরুর দিন জানার জন্য। এখনও যা পরিস্থিতি আইএসএল আদৌ হলেও, তা ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহ ছাড়া শুরুর সম্ভাবনা নেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





