অলস্পোর্ট ডেস্ক: স্প্যানিস ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের বিশ্বকাপে এক মহিলা খেলোয়াড়ের ঠোঁটে চুম্বন করার কারণে তৈরী হয়েছে বিতর্ক। সেই চুম্বন বিতর্ক-এর জন্যই নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তিনি বলেছেন, ‘‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি কারণ আমি আমার কাজ করতে পারব না।’’ একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, আমার পরিবার এবং আমার বন্ধুরা আমাকে বলেছে, ‘‘লুইস তোমার অবশ্যই নিজের সম্মান নিয়ে চিন্তা করা উচিত। এবার তোমার নিজের জীবন নিয়েও ভাবা উচিত।’’ ২০ অগস্ট সিডনিতে স্পেনের বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরনী মঞ্চে মিডফিল্ডার জেনি হার্মোসোকে জোরপূর্বক চুম্বন করেছিলেন ৪৬-এর রুবিয়ালেস। ঘটনাটিতে সারা বিশ্বব্যাপী নিন্দে হয়েছিল।
এই ফুটবল প্রধানকে ফিফা ৯০ দিনের জন্য অস্থায়ীভাবে বরখাস্ত করেছে। এবং স্প্যানিশ পাবলিক প্রসিকিটরদের তরফ থেকে তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের জন্য একটি মামলাও দায়ের করা হয়েছে। এরপর ৩৩-এর হারমোসা মঙ্গলবার জাতীয় আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন এবং আনুষ্ঠানিকভাবে রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন৷
রবিবার রাতে ফেডারেশনকে রুবিয়ালেস একটি চিঠি পাঠান, সেখানে তিনি জানান ইউরোপীয় ফুটবল গভর্নিং বডি এবং সহ-সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করছেন।
চিঠিতে রুবিয়ালেস বলেন, “ফিফার দেওয়া স্থগিতাদেশের পরে, এবং আমার বিরুদ্ধে করা অন্যান্য অভিযোগগুলির পর এটা স্পষ্ট যে আমি আমার জায়গায় আর ফিরতে পারব না।”
‘‘অপেক্ষা করে আর কোনও লাভ নেই। আর কোনও কিছুই আগের মতো সম্ভব নয়। সেটা ফেডারেশন বা স্প্যানিশ ফুটবল দুটোর ক্ষেত্রেই। আমার উপর যে অভিযোগ উঠেছে তারপর আর আমার ফেরা কখনওই সম্ভব হবে না,’’ বলেছেন রুবিয়ালেস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





