Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলএবার মোহনবাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতস

এবার মোহনবাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতস

অলস্পোর্ট ডেস্ক: আসছে ২৯ জুলাই। আর ২৯ জুলাই মানেই মোহনবাগানে ঐতিহাসিক শিল্ড জয়ের উৎসব। আর তার সঙ্গে আরও একগুচ্ছ অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানকে ঘিরে সব থেকে বেশি যেটা নিয়ে আগ্রহ থাকে, তা হল মোহনবাগান রত্ন। এবার তাতেই বড় চমক দিল মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। কোনো ফুটবলার নয়, এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন ক্রিকেটার। তিনি আর কেউ নন, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারের মোহনবাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যখন ক্লাব ক্রিকেট খেলতেন তখন এই মোহনবাগানের হয়েই টানা ন’বছর খেলেছেন সৌরভ। তার পর থেকে বেঙ্গল ক্রিকেট হয়ে, দেশের ক্রিকেটে রাজত্ব করা এক বাঙালির জন্য কোনও সম্মানই অপরিহার্য নয়। ভারতীয় ক্রিকেটকে তলানি থেকে তুলে আনার কারিগর তিনিই। তাই এবার মোহনবাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এছাড়াও আরও পুরস্কার ঘোষণা করা হল এদিনের মিটিংয়ের পরে। ২৯ জুলাই সেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন দিমিত্রি পেত্রাতস। সেরা ফরোয়ার্ড মনবীর সিং  ও সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট। এছাড়া অবসরপ্রাপ্ত রেফারিদের পুরস্কার দেওয়া শুরু হল এ বছর থেকে। এবার প্রতুল চক্রবর্তী পুরস্কার পাচ্ছেন প্রাক্তন রেফারি দিলীপ সেন। ১৯৩৯-এর প্রথম লিগ জয়ের অধিনায়ক প্রয়াত বিমল মুখোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিচ্ছে ক্লাব। সেরা ক্রিকেটার অভিলীন ঘোষ। সেরা সাপোর্টার বাপি মাজি ও অজয় পাসওয়ান।

মোহনবাগান ডে মানেই ফুটবলের উৎসব। তার আগের সপ্তাহ জুড়েই থাকে সাজ সাজ আবহ। পুরো ক্লাব প্রাঙ্গন সেজে ওঠে সবুজ-মেরুন আলোতে। প্রাক্তন, বর্তমানে মিশেলে নতুন কের জেগে ওঠে বাংলার ফুটবল। এছাড়া সকালের দিকে হয় দুটো ফুটবল ম্যাচ। যে ম্যাচে টলিউডের রুপোলী পর্দার তারকা থেকে সাংবাদিক, বর্তমান থেকে প্রাক্তন ফুটবলার সবাই অংশ নেয়। সব শেষে সন্ধেবেলায় বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments