Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলঅনূর্ধ্ব-১৬ বি সি রায় ট্রফি চ্যাম্পিয়ন বাংলা, দলে বাংলা ফুটবল অ্যাকাডেমির ছয়

অনূর্ধ্ব-১৬ বি সি রায় ট্রফি চ্যাম্পিয়ন বাংলা, দলে বাংলা ফুটবল অ্যাকাডেমির ছয়

অলস্পোর্ট ডেস্ক: ছত্তিশগড়ে আয়োজিত অনূর্ধ্ব ১৬ বি সি রায় ট্রফির ফাইনালে উড়িষ্যা কে ২-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো বাংলা। এখানে উল্লেখ্য বাংলা দলে ছয়জন খেলোয়াড় ‘বাংলা ফুটবল অ্যাকাডেমি-খড়দহ’থেকে নির্বাচিত হয়েছিল। যার মধ্যে পাঁচজন খেলোয়াড় প্রতি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। যে ৬ জন ফুটবলার বাংলা দলের জন্য নির্বাচিত হয়েছিলেন তারা হলেন–

১.অর্ণব রায় (গোলকিপার)
২. সমীর সরদার (রাইট ব্যাক)
৩. ঠাকুরদাসা হাঁসদা (স্টপার)
৪. দেবজিৎ দত্ত (মিডফিল্ডার)
৫. শুভদীপ সর্দার (স্ট্রাইকার)
৬. রুদ্রনীল সাহা (গোলকিপার)

এরমধ্যে রুদ্রনীল সাহা ছাড়া বাকি পাঁচজনই প্রতি ম্যাচে প্রথম একাদশে ছিলেন।

শুভদীপ সরকার গোটা টুর্নামেন্টে মোট চারটি গোল করেন। যার মধ্যে ফাইনালে দ্বিতীয় গোলটিও তার করা। মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস বাংলা দলের সমস্ত খেলোয়াড়, কোচ এবং বাংলা ফুটবল একাডেমির কোচ, কর্মকর্তা ও এই একাডেমির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফুটবল দলের এই সাফল্যে দলের সমস্ত খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলা ফুটবল অ্যাকাডেমির কোচ, কর্মকর্তা এবং এই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বাংলাই আগামী দিনে পথ দেখাবে বলেও তিনি মনে করেন।

জাতীয় জুনিয়র ফুটবলে বাংলার সাফল্যে উচ্ছ্বসিত আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, “বাংলার এই সাফল্যে আমি আনন্দিত। গত দু’বছর কলকাতা ফুটবল লিগ বয়স ভিত্তিক করা হয়েছে। এর ফলে অনেক নতুন প্রতিভা উঠে এসেছে। বাংলার ফুটবল যে সঠিক দিশাতে এগোচ্ছে, আজকের এই সাফল্য তা প্রমাণ করে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments