অলস্পোর্ট ডেস্ক: তাদের শেষ কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন বি গ্রুপের ম্যাচে, বিনো জর্জের ইস্টবেঙ্গল এফসি শুক্রবার নিজেদের মাঠে কলকাতা পুলিশ ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে গ্রুপের শীর্ষে থেকেই সুপার সিক্সে পৌঁছে গেল।
রেড অ্যান্ড গোল্ডস এগিয়ে যেতে বেশি সময় নেয়নি। মাত্র পাঁচ মিনিটেই হিরা মণ্ডলের দীর্ঘ ফ্রি-কিকে বক্সের মধ্যে থেকে মাথা ছুঁয়ে সুনীল প্রতিপক্ষের জালে বল জড়ান।
৩৫তম মিনিটে তন্ময় দাসের মাধ্যমে বিনো জর্জের দল তাদের ব্যবধান দ্বিগুণ করে, যিনি বক্সের কোণা থেকে একটি শক্তিশালী শটে গোল করেন।
ইস্টবেঙ্গলের গোলরক্ষক এবং অধিনায়ক, আদিত্য পাত্র প্রথমার্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে কলকাতা পুলিশকে গোলের মুখ খুলতে দেননি।
রেড অ্যান্ড গোল্ডস তৃতীয় গোলের জন্য চাপ অব্যাহত রাখে, দ্বিতীয়ার্ধের পুরোটা জুড়ে আক্রমণ চললেও আর মিত্র একটি গোলই যোগ করতে পারে। গোলের ব্যবধান আরও বাড়তে পারত যদি না সমানতালে মিস করতেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। পেনাল্টিও মিস হয়।
৮৮তম মিনিটে, সায়ন বন্দ্যোপাধ্যায় একজন ডিফেন্ডারকে কাটিয়ে ইস্টবেঙ্গলের হয়ে ৩-০ করেন। ম্যাচের সেরাও হন সায়ন।
এই জয়ের সঙ্গেই ইস্টবেঙ্গল এফসি তাদের অপরাজিত দৌড় অব্যাহত রাখে এবং সিএফএল ২০২৪ প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বি-তে সম্ভাব্য ৩৬ পয়েন্টের মধ্যে ৩৪ পয়েন্ট (১২ ম্যাচ, ১১ জয় এবং ১ ড্র) নিয়ে গ্ৰুপ পর্বে শেষ করে। তারা গ্রুপ পর্বের শেষে ভবানীপুর এফসির সঙ্গে যৌথ-সর্বাধিক গোল করে (৩৫) এবং যৌথ-সর্বনিম্ন গোল (৪) হজম করেছে।
ইস্টবেঙ্গল এফসি গ্রুপ পর্বের সময় আটটি ক্লিনশিট করেছে।
“এই ক্লিনশিট জয় অবশ্যই সুপার সিক্সের আগে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে, কিন্তু আমি নিশ্চিত করতে চাই যে আমার ছেলেরা কোনও প্রকার অহংকার নিয়ে পরের রাউন্ডে যেন না যায়। আমাদের দর্শন হল একটি করে ম্যাচ ধরে এগনো,” বলেন বিনো জর্জ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার