অলস্পোর্ট ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই শুরু হয়ে উয়েফা ইউরো ২০২৪। জার্মানির মাটিতে আয়োজক দলের বিরুদ্ধে স্কটল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের ইউরো কাপ। স্থানীয় সময়ে যদিও ইউরো শুরু হচ্ছে ১৪ জুন কিন্তু ভারতীয় সময়ে সেটা রাত ১২.৩০ হওয়ায় ১৫ জুন হচ্ছে। দেখে নেওয়া যাক ইউরো কাপ ২০২৪-এর সময় সূচি—
গ্রুপ এ ফিক্সচার
জুন ১৫: জার্মানি বনাম স্কটল্যান্ড, মিউনিখ [রাত ১২:৩০]
জুন ১৫: হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড, কোলোন [সন্ধে ৬:৩০]
জুন ১৯: জার্মানি বনাম হাঙ্গেরি, স্টুটগার্ট [রাত ৯:৩০]
জুন ২০: স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোলোন [ রাত ১২:৩০]
জুন ২৪: সুইজারল্যান্ড বনাম জার্মানি, ফ্রাঙ্কফুর্ট [রাত ১২:৩০]
জুন ২৪: স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি, স্টুটগার্ট [রাত ১২:৩০]
গ্রুপ বি ফিক্সচার
জুন ১৫: স্পেন বনাম ক্রোয়েশিয়া, বার্লিন [রাত ৯:৩০]
জুন ১৬: ইতালি বনাম আলবেনিয়া, ডর্টমুন্ড [রাত ১২:৩০]
জুন ১৯: ক্রোয়েশিয়া বনাম আলবেনিয়া, হামবুর্গ [সন্ধে ৬:৩০]
জুন ২১: স্পেন বনাম ইতালি, গেলসেনকিরচেন [রাত ১২:৩০]
জুন ২৫: আলবেনিয়া বনাম স্পেন, ডুসেলডর্ফ [রাত ১২:৩০]
জুন ২৫: ক্রোয়েশিয়া বনাম ইতালি, লাইপজিগ [রাত ১২:৩০]
গ্রুপ সি ফিক্সচার
জুন ১৬: স্লোভেনিয়া বনাম ডেনমার্ক, স্টুটগার্ট [রাত ৯:৩০]
জুন ১৭: সার্বিয়া বনাম ইংল্যান্ড, গেলসেনকিরচেন [রাত ১২:৩০]
জুন ২০: স্লোভেনিয়া বনাম সার্বিয়া, মিউনিখ [সন্ধে ৬:৩০]
জুন ২০: ডেনমার্ক বনাম ইংল্যান্ড, ফ্রাঙ্কফুর্ট [রাত ৯:৩০]
জুন ২৬: ডেনমার্ক বনাম সার্বিয়া, মিউনিখ [রাত ১২:৩০]
জুন ২৬: ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া, কোলন [রাত ১২:৩০]
গ্রুপ ডি ফিক্সচার
জুন ১৬: পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস, হামবুর্গ [সন্ধে ৬:৩০]
জুন ১৮: অস্ট্রিয়া বনাম ফ্রান্স, ডুসেলডর্ফ [রাত ১২:৩০]
জুন ২১: পোল্যান্ড বনাম অস্ট্রিয়া, বার্লিন [রাত ৯:৩০]
জুন ২২: নেদারল্যান্ড বনাম ফ্রান্স, লাইপজিগ [রাত ১২:৩০]
জুন ২৫: ফ্রান্স বনাম পোল্যান্ড, ডর্টমুন্ড [রাত ৯:৩০]
জুন ২৫: নেদারল্যান্ড বনাম অস্ট্রিয়া, বার্লিন [রাত ৯:৩০]
গ্রুপ ই ফিক্সচার
জুন ১৭: রোমানিয়া বনাম ইউক্রেন, মিউনিখ [সন্ধে ৬:৩০]
জুন ১৭: বেলজিয়াম বনাম স্লোভাকিয়া, ফ্রাঙ্কফুর্ট [রাত ৯:৩০]
জুন ২১: স্লোভাকিয়া বনাম ইউক্রেন, ডুসেলডর্ফ [সন্ধে ৬:৩০]
জুন ২৩: বেলজিয়াম বনাম রোমানিয়া, কোলন [রাত ১২:৩০]
জুন ২৬: স্লোভাকিয়া বনাম রোমানিয়া, ফ্রাঙ্কফুর্ট [রাত ৯:৩০]
জুন ২৬: ইউক্রেন বনাম বেলজিয়াম, স্টুটগার্ট [রাত ৯:৩০]
গ্রুপ এফ ফিক্সচার
জুন ১৮: তুরস্ক বনাম জর্জিয়া, ডর্টমুন্ড [রাত ৯:৩০]
জুন ১৯: পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র, লিপজিগ [রাত ১২:৩০]
জুন ২২: জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র, হামবুর্গ [সন্ধে ৬:৩০]
জুন ২২: তুরস্ক বনাম পর্তুগাল, ডর্টমুন্ড [রাত ৯:৩০]
জুন ২৭: জর্জিয়া বনাম পর্তুগাল, গেলসেনকিরচেন [রাত ১২:৩০]
জুন ২৭: চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক, হামবুর্গ [রাত ১২:৩০]
নকআউট পর্যায়
জুন ২৯-জুলাই ৩: রাউন্ড অফ ১৬
জুলাই ৫-৭: কোয়ার্টার ফাইনাল
জুলাই ১০-১১ জুলাই: সেমিফাইনাল
জুলাই ১৫: ফাইনাল
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার