অলস্পোর্ট ডেস্ক: লিগশিল্ড আগেই নিশ্চিত হয়েছিল মোহনবাগানের। গরের মাঠে ওড়িশা এফসিকে হারানোর সঙ্গে ৫৩ পয়েন্ট নিয়ে এই ট্রফি নিশ্চিত করে ফেলেছিলেন মোলিনার ছেলেরা। তবে শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল অন্য আবেগের। আইএসএল ২০২৪-২৫ লিগ পর্বের শেষ ম্যাচ জিতেই ট্রফি হাতে নিতে চেয়েছিলেন কোচ হোসে মোলিনা। আর তাতে সফল তিনি। তাও আবার টেবলের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। এদিন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসের হাতে শিল্ড তুলে দেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে। মাঠের মধ্যেই ট্রফি নিয়ে উৎসবে মাতল টিম মোহনবাগান। আর গ্যালারিতে সমর্থকরা।
দেখুন ট্রফি নিয়ে দলের উচ্ছ্বাসের ভিডিও—
এখানেই শেষ নয়, এর পর মোহনবাগানের উৎসব পৌঁছে যায় ড্রেসিংরুমে। সেখানে জামাল কুদুর গানের সঙ্গে নাচে মেতে ওঠেন শুভাশিস থেকে ধীরজ, বিশাল থেকে দীপক। বাদ যাননি বিদেশিরাও। দেখুন ভিডিও—
দলের সাফল্যে দারুণ খুশি চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। দলের উৎসবের পাশাপাশি তাঁর কাছে এটা সবে শুরু। দেখুন কী বললেন তিনি—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার