সুচরিতা সেন চৌধুরী: এমনটা তো হওয়ার কথা ছিল না। আইএসএল ২০২৪-২৫-এ এর আগে পর্যন্ত অলিখিতভাবে এগিয়েছিল মহমেডান। তার পর যে এভাবে হারের মুখ দেখতে হবে তা কে জানত। তবে মোহনবাগানের বিরুদ্ধে খেলার পর বুঝতে পারলেন আসলে দুই দলের মধ্যে মানেরই অনেকটা পার্থক্য। মোহনবাগানের কাছে তিন গোল হজম করার পর এমনটা উপলব্ধি মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভের। বলছিলেন, “ওরা বড় ক্লাব। ওরা আমাদের থেকে শারীরিকভাবেও অনেক এগিয়ে। ওদের সাথে আমাদের মানের পার্থক্য।”
মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে আইএসএল-এ তিনটি ম্যাচ খেলেছিল কলকাতার তৃতীয় প্রধান। তাঁর মধ্যে একটি হার, একটি ড্র ও একটি জয় ছিল। তবে সব ম্যাচের পর ফলাফল যাই হোক না কেন প্রশংসিত হয়েছিল মহমেডানের ফুটবল। তাহলে কোথায় আলাদা হয়ে গেল এই ম্যাচ। মানের দিক দিয়ে দেখতে গেলে নর্থইস্ট ইউনাইটেড, এফসি গোয়া বা চেন্নাইয়ন এফসির মতো দলগুলো কেউই পিছিয়ে নেই। তাও তাদের বেগ দিয়েছিল মহামেডান। কিন্তু নিজের শহরেই বড় হারের মুখ দেখতে হল। সমস্যা কি তাহলে মাঠ?
এতদিন যে মাঠে মহামেডান হোম ম্যাচ খেলেছে সেটা কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। যা সল্টলেক স্টেডিয়ামের থেকে অনেকটাই ছোট। বড় মাঠে যে সেই দাপট দেখাতে পারবে না তাঁর দল সেটা হয়তো আগাম বুঝতে পারেননি কোচ। তবে এই মাঠে আরও ম্যাচ খেলতে হবে মহামেডানকে। চের্নিশভ বলছিলেন , “এই মাঠ আমাদের কাছে নতুন। তবে আমাদেরও অনেক উন্নতি করতে হবে। হাতে সময় আছে পরের ম্যাচের আগে, সেগুলো শুধরে নিতে হবে।”
মোহনবাগান ম্যাচ থেকে শিক্ষা নিয়েই হয়তো পরবর্তী ডার্বির আগে ছক পরিবর্তন করবেন তিনি। তবে দুই দলের পার্থক্য বোঝাতে তিনি বলছেন, “আমরা আই লিগ খেলা দল ওরা অনেকদিন ধরে আইএসএল খেলছে। পার্থক্য থাকবেই। আমাদের সময় দিতে হবে।” পাশাপাশি যে বেঙ্গালুরুর কাছে ০-৩ হারটাও যে বড় ভূমিকা নেবে এই ম্যাচে তা নিশ্চিত ছিলেন মহামেডান কোচ। আগের দিন সে কথা বলেওছিলেন তিনি।
একই কথা বলেছিলেন দলের অন্যতম কর্তা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসও। তিনি ম্যাচের আগেই বলেছিলেন, “এই মোহনবাগান অনেকবেশি ভয়ঙ্কর। আমি তিন দলেই খেলেছি। আমি জানি একটা ম্যাচ হারের পর ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো দল কতটা মুখিয়ে থাকে। আমাদের জন্য সহজ হবে না।” একই কথা বলেছিলেন চের্নিশভও। সহজ হয়নি। বড় ব্যবধানে হারতে হয়েছে। আর এই হারের জন্য মহামেডান কোচ সবার উপরে রাখছেন মানগত পার্থক্যকে।
হাসতে হাসতে তাই বলছিলেন, “আজকে আমরা টাটা চালাচ্ছিলাম আর ওরা ফেরারি।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার