সুচরিতা সেন চৌধুরী: এটাই আসলে ফুটবল। একটা, দুটো ম্যাচেই বদলে যেতে পারে ভাগ্য বা যাঁদের নিয়ে ভাবাই হয়নি তাঁরাই হয়ে উঠতে পারেন ভরসা। চলতি আইএসএল মরসুমে এই দু’য়েরই উদাহরণ ইস্টবেঙ্গল এফসি। আরও একটু ভাল করে বললে বলতে হয়, অস্কারের ইস্টবেঙ্গল। টানা সাত ম্যাচে জয়ের মুখ না দেখা একটা দল যে এভাবে ঘুরে দাঁড়াতে পারে তা এই মরসুমের লাল-হলুদকে না দেখলে বোঝা যেত না। এর আগেও একবার হ্যাটট্রিকের সুযোগ এসেছিল কিন্তু সেই ম্যাচে হারের মুখ দেখতে হয় দলকে। তবে সেই হারের রেশ কাটিয়ে আবারও পর পর দুই ম্যাচে জয় তুলে নিয়েছেন বিষ্ণু, ক্লেটনরা। এবার হায়দরাবাদের মাঠ থেকে হ্যাটট্রিক করেই বছর শেষ করতে মরিয়া ইস্টবেঙ্গল।
এই ম্যাচে যদিও ফেভারিট ইস্টবেঙ্গলই। তবে প্রতিপক্ষ হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। হায়দরাবাদে উড়ে যাওয়ার আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার ব্রুজোঁ মেনেও নিলেন সে কথা। বলছিলেন, “এটা ঠিক আমাদের হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে। আমাদের অ্যাওয়ে ম্যাচে পারফর্মেন্স ভাল না। আমাদের লক্ষ্য জিতেই ফেরা।”
তবে চোট আঘাতে জর্জরিত একটা দল যে এই পরিস্থিতিতে নিজেদের জয়ের জন্য মোটিভেট করতে পারে সেটাই অস্কারের সব থেকে বড় সাফল্য। তিনি বার বার তাঁর দেশীয় প্লেয়ারদেরই এর জন্য প্রশংসায় ভরিয়েছেন। এদিনও আরও একবার সে কথাই মনে করিয়ে দিলেন। বলেন, “আমাদের দলের ভারতীয় প্লেয়াররা অন্যান্য দলের থেকে ভাল। চোট আঘাতের মধ্যে ওরা নিজেদের প্রমাণ করেছে। আর এটাই ইস্টবেঙ্গলের সব থেকে বড় শক্তি।” সঙ্গে ক্লেটন সিলভাকে ও প্রশংসায় ভরিয়েছেন তিনি। বলেন, “এই মুহূর্তে সেরা ক্লেটনের সঙ্গে রয়েছে দল।”
এর মধ্যেই কোচকে ভাবাচ্ছে হায়দরাবাদের মাঠ। সঙ্গে বৃষ্টিও। তবে এও জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, দলকে সেরাটা দিতে হবে। এই ম্যাচ জেতাটা দলের জন্য খুবই জরুরী। কারণ, জানুয়ারিতে দলের সামনে রয়েছে কঠিন লড়াই। সঙ্গে এএফসি খেলবে দল তাই বিশ্রামের অবকাশও কম।
হায়দরাবাদ প্রসঙ্গে বলতে গিয়ে অস্কারের মত, দলটা শুরু ভাল করছে কিন্তু ৯০ মিনিট টানতে পারছে না। বলছিলেন, “হায়দরাবাদ ভাল দল। কিছু জায়গায় সমস্যা হচ্ছে। পুরো ৯০ মিনিট খেলতে পারছে না। নর্থইস্টের সঙ্গে প্রথমার্ধটা ভাল খেলেছে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না। কারণ আমাদের সামনে লড়াইটা কঠিন।”
এদিকে রাকিপ আর হেক্টর ইউয়েস্তেকে কার্ডের জন্য পাচ্ছে না দল। যদিও রাকিপের চোটও রয়েছে। চোটের জন্য এই মরসুমের জন্য ছিটকে গিয়েছেন তালাল। বছরের শুরুতে ঘোষণা হতে পারে তাঁর পরিবর্ত প্লেয়ারের নাম। এদিকে সুখবর, সুস্থ হচ্ছেন হল ক্রেসপো। ফিরতে পারেন ডার্বি অথবা গোয়া ম্যাচে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার