অলস্পোর্ট ডেস্ক: স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রশংসায় ভরিয়েছেন তাঁরই দলের কনিষ্ঠতম প্লেয়ার লামিন ইয়ামালকে। বলেছেন, মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে ইউরো ২০২৪ সেমিফাইনাল জয়ে ১৬ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামালের পারফরম্যান্স দেখা “একজন প্রতিভা”কে দেখার মতো। লেস ব্লেউসের হয়ে র্যান্ডাল কোলো মুয়ানির ওপেনারের পর দলকে সমতায় ফেরায় ইয়ামালের দুরন্ত গোল, দানি ওলমো তারপর ব্যবধান বাড়ান যা স্পেনকে ইউরো কাপের ফাইনালে পৌঁছে দয়। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত ইয়ামাল সর্বকনিষ্ঠ পুরুষ ইউরো গোলস্কোরার হিসেবে রেকর্ডও করে ফেলেছেন। দে লা ফুয়েন্তে সাংবাদিকদের বলেন, ‘‘আমরা একজন জিনিয়াসকে দেখেছি, একজন প্রতিভাবাণ।’’
‘‘সে একজন খেলোয়াড় যাকে আমাদের যত্ন নিতে হবে। আমাকে তাকে নিয়ে সাবধানের সঙ্গে কাজ করতে এবং মাটিতে পা রেখে চলার পরামর্শ দিতে হবে।’’
“সে বাড়তে থাকবে কিন্তু এত অল্প বয়সে এই পরিপক্কতা এবং মনোভাব একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মতো। আমরা ভাগ্যবান সে স্প্যানিশ এবং আমরা আরও অনেক বছর তাঁর সার্ভিস পাব।’’
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্পেনের প্রথম ম্যাচে ইয়ামাল প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টে অভিষেক করেন এবং ফাইনালের পথে তাঁর দলকে পৌঁছে দিতে তিনটি অ্যাসিস্টও করেন।
ইয়ামালের ১৭তম জন্মদিনের একদিন পর ১৪ জুলাই বার্লিন ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড বা নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বুধবার যে জিতবে দ্বিতীয় সেমিফাইনালে।
দে লা ফুয়েন্তে ওলমো-সহ তাঁর দলের বাকিদেরও প্রশংসা করেছেন। ‘‘আমরা ল্যামিন সম্পর্কে কথা বলছি, আমি (ওলমো) খুব ভালভাবে জানি তার মধ্যে সম্ভাবনা রয়েছে… আমি তার কাছেও কৃতজ্ঞ। কিন্তু আমার ২৬ জন দুর্দান্ত খেলোয়াড় আছে,’’ কোচ বলেন।
৬৩ বছর বয়সী যিনি বিশ্বকাপ ২০২২-এ শেষ-১৬ থেকে স্পেনের বিদায়ের পরে লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন। কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড টিমকে থামাতে তাঁর দলের ভূমিকায় তিনি খুশি।
স্ট্রাইকার এবং অধিনায়ক আলভারো মোরাতা ফাইনালে পৌঁছনোর পর দলের সঙ্গে সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের একজন কর্মীর সঙ্গে সংঘর্ষে চোট পান।
“তিনি আঘাত পেয়েছিলেন কিন্তু মনে হচ্ছে এটি খুব গুরুতর কিছু নয়,’’ বলেন দে লা ফুয়েন্তে, যিনি সাম্প্রতিক সময়ে মোরাতাকে সমালোচনার হাত থেকে রক্ষা করেছিলেন।তিনি বলেন, ‘‘তাকে স্প্যানিশ ফুটবল গ্রেটদের একজন হিসাবে মনে রাখা উচিত,’’ মোরাতা সম্পর্কে বলেন কোচ ফুয়েন্তে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার