Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলসবাই মিলে ৬ জুনকে মনে রাখার মতো করে তুলি অধিনায়কের জ‌ন্য: ইগর...

সবাই মিলে ৬ জুনকে মনে রাখার মতো করে তুলি অধিনায়কের জ‌ন্য: ইগর স্টিমাচ

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ঘোষণা করেছেন ২৪ ঘণ্টাই হয়েছে। আগামী ৬ জন যুবভারতী ক্রিড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলেই তিনি খুলে রাখবেন জাতীয় দলের জার্সি। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়ে দেন তিনি। এক কথায় এটা হওয়ারই ছিল আজ নয়তো কাল। সবাইকে যেমন একদিন থামতে হয়, সুনীলকেও থামতে হত। যেভাবে ভাইচুং পরবর্তী সময়ে ভারতীয় ফুটবলের ব্যাটন নিজের কাঁধে তুলে নিয়ে তিনি ছাঁপিয়ে যান তাঁকেও। এবার কে? এই প্রশ্নটা যেমন ঘুরছে ভারতীয় ফুটবল মহলে তেমনই সুনীলের শেষ ম্যাচকেও স্মরণীয় করে রাখতে মরিয়া সকলেই। তার মধ্যে অন্যতম দলের হেড কোচ ইগর স্টিমাচ।

এই মুহূর্তে ভুবনেশ্বরে ভারতীয় ফুটবল দলের শিবির চলছে। ৬ জুন ঘরের মাঠে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ দিয়েই শেষ হবে ১৯ বছরের কেরিয়ারের। তেমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর এই হঠাৎ সামনে আসা সিদ্ধান্ত কারও জন্য চমক ছিল তো কেউ বলছেন, এটাই সঠিক সময়। সুনীল যেমন বলছিলেন, তাঁর মা ও স্ত্রী তাঁর এই সিদ্ধান্তের কথা শুনে ভেঙে পড়েছিলেন। তেমনই হতাশা ভারতীয় ফুটবল শিবিরেও। একজন সঠিক নেতা সব সময় উঠে আসে না। তৈরিও হয় না। সুনীল জুতোয় পা গলানোর মতো এই মুহূর্তে ভারতীয় দলে কে আছেন তার জন্য দূরবীন নিয়ে খুঁজতে হবে। তবে এই ম্যাচ যতটা বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের তার থেকেও বেশি সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ হিসেবে লেখা থাকবে ভারতীয় ফুটবলের ইতিহাসে।

সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে দলের বাকিদের কাছে অনুরোধ জানিয়েছেন ইগর স্টিমাচ। তিনি অনুশীলনে পুরো দলকে একত্রিত করেন, সেখানে হাজির ছিলেন সুনীলও। তিনি বলেন, ‘‘আমাদের অধিনায়ক সুনীল ছেত্রী তাঁর অবসর ঘোষণা করেছে। আমরা জানি তিনি ভারতীয় ফুটবলের জন্য কী করেছেন। তাঁর শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে আসুন আমরা সর্বোস্ব উজার করে দিই।’’ তিনি নিজেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যেখানে তিনি দলের সঙ্গে তাঁর মত ভাগ করে নিচ্ছেন।

দেখে নিন ভিডিও—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments