Thursday, March 20, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএললিগ শিল্ড কবে নিশ্চিত করতে পারে মোহনবাগান, কোন ছকে সুপার সিক্সে ইস্টবেঙ্গল

লিগ শিল্ড কবে নিশ্চিত করতে পারে মোহনবাগান, কোন ছকে সুপার সিক্সে ইস্টবেঙ্গল

অলস্পোর্ট ডেস্ক: শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে জিতলে কি এ মরশুমের লিগশিল্ড জিতে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট? না, বুধবার পশ্চিমী ডার্বিতে এফসি গোয়ার জয়ের পর তা আর সম্ভব নয়। শিল্ড জিততে তাদের বাকি চার ম্যাচে পাঁচ পয়েন্ট জিততে হবে।

বুধবারের ম্যাচে গোয়া হারলে অবশ্য তা-ই হত। সেক্ষেত্রে ব্লাস্টার্সকে হারাতে পারলে শিল্ড হাতে তুলে নিতেন শুভাশিস বোসরা। কিন্তু গোয়া তাদের ২০ নম্বর ম্যাচে মুম্বই সিটি এফসি-কে হারানোয় আরও অপেক্ষা করতে হবে গতবারের শিল্ড চ্যাম্পিয়নদের।

চলতি আইএসএলের পয়েন্ট টেবলে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দু’নম্বরে এফসি গোয়া। বুধবার পশ্চিমী ডার্বিতে তারা গতবারের কাপজয়ী মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৩-১-এ জেতে। হার সত্ত্বেও মুম্বই ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রয়ে গেল। রবিবার বেঙ্গালুরু এফসি-র কাছে তিন গোলে হেরে যাওয়ায় লিগ শিল্ডের দৌড় থেকে ছিটকে যাওয়ার মুখে জামশেদপুর এফসি।
বুধবার এফসি গোয়া জেতায় তাই শিল্ড জয়ের দৌড়ে সবুজ-মেরুন বাহিনীর সঙ্গে মূলত রয়েছে গোয়ার দল। যদিও পয়েন্টের দিক থেকে তারা বাগান-বাহিনীর চেয়ে বেশ পিছিয়ে। এ ছাড়া জামশেদপুরও দৌড়ে থাকলেও তাদের সম্ভাবনা ক্ষীণ।

শনিবার ব্লাস্টার্সকে হারাতে পারলে এমনিতেই সেরা দুইয়ে থেকে সরাসরি সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হবে বাগানের। কিন্তু তখনও শিল্ড জয় থেকে আরও দু’পয়েন্ট দূরে থাকবে তারা। এফসি গোয়া বাকি চার ম্যাচে জিতলে সর্বোচ্চ ৫১ পয়েন্ট পাবে। লিগে তাদের শেষ ম্যাচ আবার মোহনবাগানেরই বিরুদ্ধে। তাই কলকাতার দল ৫১-য় পৌঁছলে বা তা পেরিয়ে গেলেই তাদের শিল্ড জয়ের লক্ষ্য পূরণ হবে। এখন সেই ম্যাজিক ফিগার ছোঁয়ার অপেক্ষাতেই রয়েছে সবুজ-মেরুন বাহিনী।

মোহনবাগান শিল্ড জয়ের কাছাকাছি থাকলেও একেবারে উল্টো মেরুতে দাঁড়িয়ে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। লিগশীর্ষ বা সেরা দুইয়ে থেকে সরাসরি সেমিফাইনালে যাওয়ার কোনও সম্ভাবনা তাদের নেই। সেরা ছয়ে থেকে লিগ শেষ করার জন্যও তাদের অঙ্ক বেশ কঠিন।

সে জন্য প্রথমত, তাদের বাকি পাঁচটি ম্যাচেই জিততে হবে। এই পাঁচ ম্যাচের মধ্যে নর্থইস্ট ইউনাইটেড ও পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচও রয়েছে। তাতেও তাদের সেরা ছয়ে থাকা নিশ্চিত হবে না। যদি নর্থইস্ট ইউনাইটেড আরও পাঁচ পয়েন্ট খোয়ায়, পাঞ্জাব এফসি যদি তিন পয়েন্ট খোয়ায়, যদি কেরালা ব্লাস্টার্স সাত পয়েন্ট এবং ওডিশা এফসি ছয় পয়েন্ট খোয়ায়, তা হলেই লাল-হলুদ বাহিনীর পক্ষে সেরা ছয়ে ওঠা সম্ভব হবে। যা বাস্তবে ঘটা বেশ কঠিন।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments