Friday, November 14, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলআবার কেন আইএসএল ক্লাবদের সঙ্গে আলোচনায় বসতে চাইল এআইএফএফ?

আবার কেন আইএসএল ক্লাবদের সঙ্গে আলোচনায় বসতে চাইল এআইএফএফ?

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ফুটবলের ঘরোয়া মরশুম ঘিরে অচলাবস্থা কাটাতে আসরে জোর কদমে নেমে পড়ল এআইএফএফ। বুধবার আইএসএল ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে জুম মিটিংয়ে আলোচনায় বসেও বিশেষ কোনও সমাধান সূত্র বের করতে পারেননি। যা আলোচনা হয়েছে, সবটাই ভাসা ভাসা। তার থেকেও বড় কথা, ওই মিটিংয়ে ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়ান্টের কোনও প্রতিনিধি যোগ দেননি। মহমেডানের একজন ছিলেন বটে , তিনিও শীর্ষ স্থানীয় কেউ নন।

স্বাভাবিকভাবে আইএসএল শুরুর স্বার্থে বর্তমান জট ছাড়াতে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আবার আলোচনায় বসার উদ্যোগ নিলেন ফেডারেশন সভাপতি কল্যান চৌবে। তবে এবার আর জুম মিটিংয়ের মাধ্যমে নয়, সরাসরি সকলের সঙ্গে সামনা সামনি কথা বলতে চান তিনি ১৮ নভেম্বর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও প্রস্তাব নিয়ে। কল্যানের লক্ষ্য একাটাই ১ জানুয়ারিতে আইএসএল শুরু করার। ৩১ মের মধ্যে তা শেষও করার। তার জন্য কী কী করণীয়, তা নিয়ে ক্লাবের কাছ থেকে সদর্থক প্রস্তাব আহ্বান করছেন কল্যান।

এই বৈঠকের পর এআইএফএফ ২৪ নভেম্বর জরুরি কার্যকরী কমিটির সভা ডাকবে বলেই শোনা যাচ্ছে চুড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে ঘরোয়া ফুটবল ও বানিজ্যিক সহযোগীর ব্যাপারে একটা জয়াগায় পৌঁছতে। যেদিকে ব্যাপারটা গড়াচ্ছে, তাতে এটুকু বলা যেতে পারে, ১৮ নভেম্বর ক্লাবগুলোর কাছে কল্যান আবেদন করবেন, সুপ্রিম কোর্টের কাছে গোটা বিষয়টি তুলে ধরতে বর্তমান অচলাবস্থা কাটাতে। সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের যে দুটি বিষয় নিয়ে বানিজ্যিক সহযোগী হতে চাওয়া বিডারদের আপত্তি, সেই রেলিগেশন চালু ও আইএসএলের সিংহভাগ নিয়ন্ত্রণ ফেডারেশনের হাতে থাকা, এ’‌দুটি একটু শিথিল করে দিলেই অনেক সমস্যা মিটে যাবে।

আপাতত নতুন কোনও বিডার নয়, এফএসডিএলের সঙ্গে ঝামেলা মিটিয়ে এবারের মতো তাদের হাত ধরেই আইএসএলের বৈতরণী পার করার পথে ফেডারেশনের হাঁটার সম্ভাবনা প্রবল। ফেডারেশনের তরফে সুপ্রিম কোর্টকে বোঝানোর দায়িত্ব নেবেন বিড ইভালুয়েশন কমিটির চেয়ারম্যান এল নাগেশ্বর রাও। তাঁর কথাতেই কাজ হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। সাময়িক সমাধানের যে রাস্তা খোঁজার কথা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যও বলেছেন, সেটাও রক্ষিত হবে এফএসডিএল ‘‌রাগ-‌অভিমান’‌ ভুলে চলতি মরশুমের আইএসএল ও আইলিগ পর্ব উতরে দিলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments