অলস্পোর্ট ডেস্ক: বিশেষ কারণটা ঠিক কী জানা গেল না বা পরবর্তী সময়ে ডার্বি বাতিলের মতো কোনও কারণ উঠে আসবে। সমালোচকরা অবশ্য কারণ খুঁজে পাচ্ছেন। নেহাৎই সমালোচনা। তাও যে কারণটা মোটামুটি উঠে আসছে, সেটা হল ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল বনাম রেনবো এফসির খেলার শুরু থেকেই গ্যালারি জুড়ে ছিল প্রতিবাদের ছবি। সমর্থকদের হাতে হাতে ঘুরছিল “উই ওয়ান্ট জাস্টিস”এর প্ল্যাকার্ড। বাদ যায়নি মাঠও। ঠিক যেভাবে সোমবার মহামেডান মাঠ থেকে নেপালের মাঠে উঠে এসেছিল এই দাবি। এদিনও যে তার ব্যতিক্রম হবে না তাই জানাই ছিল।
মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে নিজেদের মাঠে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ছিল রেনবো। সেই ম্যাচ ২-০ গোলে জিতেও নেয় দল। কিন্তু তার অনেক আগে থেকেই আবহটা তৈরি হয়ে গিয়েছিল। দুই দলের প্লেয়াররাও মাঠ থেকে প্রতিবাদ জানালেন। প্লেয়াররা একটি জার্সি এনেছিলেন যাতে লেখা ছিল “জাস্টিস ফর আর্জি কর”। ঠিক এটাই চায়নি পুলিশ, প্রশাসন। যে কারণে বাতিল করা হয় ডুরান্ড কাপ ২০২৪-এর ডার্বি। কিন্তু সেই বিকেল অন্য প্রতিবাদ দেখেছিল, দেখেছিল অন্য ডার্বি যা ভারতবর্ষের ইতিহাসে কখনও হয়নি। ফুটবল মাঠের প্রতিবাদকেও আটকানো যায়নি।
আর এই আবহের মধ্যেই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একযোগে সাংবাদিক সম্মেলন ডেকেছিল তিন প্রধানের কর্তারা। তাদের দাবি কলকাতায় ফিরিয়ে আনা হোক ডুরান্ডের সেমিফাইনাল ও ফাইনাল। তবে সমর্থক থেকে প্লেয়ারদের প্রতিবাদের পাশে থাকা নিয়ে চেপে ধরতেই ভিন্ন জনের ভিন্ন মত বেরিয়ে এল। এমনকি সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে মাঝ পথেই সাংবাদিক সম্মেলন শেষ করে দেওয়া হল।
ক্লাব কর্তাদের মাঝ পথে সাংবাদিক সম্মেলন ছেড়ে যাওয়া থেকে মাঝ পথে ইস্টবেঙ্গল বনাম রেনবো ম্যাচের টেলিকাস্ট বন্ধ করে দেওয়া, প্রশ্ন অনেক থেকেই গেল। ফুটবল মাঠের প্রতিবাদ এভাবেই চলবে কিনা তা সময়ই বলবে। বুধবার আবার প্রতিবাদে রাস্তায় নামার ডাক দিয়েছেন প্রাক্তন, বর্তমান ক্রীড়াবিদরা। তবে ফুটবলের কলকাতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদের আসল ছবি ইতিহাসে জায়গা করে নিয়েছে। বাকিটাও মনে রাখবে ইতিহাস।
(ছবি সংগৃহিত)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার