নিজস্ব সংবাদদাতাঃ আইএসএল শেষের পরেই ইস্টবেঙ্গল কোচ কে হবেন তা নিয়ে চর্চা চলছে অনবরত। শোনা যাচ্ছে, এই বিষয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাস।এই বিষয়েই দীর্ঘ বৈঠক হয়েছে ইস্টবেঙ্গল ও ইমামি কর্তাদের। যা পরিস্থিতি তাতে জোসেফ গাম্বাউয়ের কোচ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
হাবাস ভারতীয় ফুটবলে বেশ সফল কোচ। তিনি এটিকে-কে চ্যাম্পিয়ন করেছেন।ঠিক একইভাবে ২০২০-২১ মরশুমে মুম্বই সিটি এফসিকে চ্যাম্পিয়ন করা লোবেরাকে নিয়েও আলোচনা হচ্ছে ক্লাবের অন্দরে। বার্সেলোনার যুব দলেও বহুদিন কোচিং করিয়েছেন লোবেরা। সাফল্যই ইস্টবেঙ্গল কোচ হওয়ার মাপকাঠি হতে চলেছে। স্টিফেন কনস্ট্যানটাইন সুপার কাপ অবধি ইস্টবেঙ্গলের দায়িত্বে রয়েছেন। তারপর কে দায়িত্ব নেবেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।এই মরশুমেও ভালো পারফর্ম করতে পারেনি লাল-হলুদ। ক্লেইটনরা তাঁদের অভিযান শেষ করেছেন নয় নম্বরে থেকে। ফলে হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা।
বৈঠকে কো-স্পনসর নিয়ে বেশ কিছুটা সময় আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আসলে ভালো দল গঠন করতে ২০ কোটি টাকায় হবে না। দরকার আরও অনেক টাকা। সেই জন্যই আরও স্পনসর নিয়ে আসতে চাইছে লাল-হলুদ। কোচের সঙ্গে আলোচনা করেই ফুটবলারদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কর্তারা।