Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলমহিলা সমর্থক-এর প্রাণ গেল ফুটবল গ্যালারির যুদ্ধে

মহিলা সমর্থক-এর প্রাণ গেল ফুটবল গ্যালারির যুদ্ধে

অলস্পোর্ট ডেস্ক: খেলার মাঠের হিংসা প্রাণ কেড়ে নিল মহিলা সমর্থক-এর। নিজের প্রিয় দলকে সমর্থন করতে গিয়ে প্রাণ হারালেন ২৩ বছরের এক মহিলা। শনিবার সাও পাওলোতে ব্রাজিলের দুই ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। দুই দলের ভক্তদের মধ্যে কথা কাটাকাটি পৌঁছে যায় হাতাহাতিতে। আর তাতেই প্রাণ হারালেন গ্যাবরেইলা অ্যানেলি নামের ব্রাজিলিয়ান মহিলা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ম্যাচ চলাকালিন দর্শকদের মধ্যে ঝামেলা শুরু হয়। একে অন্যের দিকে জিনিসপত্র ছুঁড়তে থাকে। এই ছোঁড়াছুড়িতে একটি কাঁচের বোতল এসে লাগে অ্যানেলির গলায়। কাঁচের একটি টুকরোর আঘাতে তাঁর জাগুলার শিরা ছিড়ে যায়। দ্রুতই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। সোমবার হাসপাতালেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

অ্যানেলির মৃত্যুর কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন তাঁর ভাই ফিলিপ। শনিবার থেকে যারা তাঁর দিদির জন্য প্রার্থনা করেছিলেন তাঁদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

শনিবার অ্যালিয়াঞ্জ পারক স্টেডিয়ামে পালমেরিয়াস এবং ফ্লামিংগোর ম্যাচ চলছিল। ম্যাচের সময় অ্যানেলি ফ্যান জোনের কাছেই বসেছিলেন। পালমেরিয়াসের ভক্তরা তখন খাওয়া দাওয়া করছিলেন। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই ফ্লামিংগোর ভক্তরা তাঁদের দিকে পাথর এবং কাঁচের বোতল ছুঁড়তে থাকে। সেই বোতলের আঘাতেই মহিলার গলার কাছে শিরা ছিড়ে যায়।

এক পুলিশ আধিকারিক জানান, ফ্লামিংগো দলের যে সকল ভক্তরা সেই দিন ম্যাচে বোতল ছুঁড়েছিল তাঁদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা তাঁদের দোষ স্বীকারও করেছেন। এই ঘটনাকে পালমেরিয়াস ক্লাবের তরফে নিন্দা করা হয়েছে। এই রকম আচরণকে তাঁরা ‘বর্বরতা’ বলেছেন।

শনিবার এই হাতাহাতি চূড়ান্ত পর্যায় চলে যায়। দু’দলের সমর্থকদের আলাদা করতে পুলিশকে পেপার স্প্রে ব্যবহার করতে হয়েছিল। ভক্তদের ঝামেলার কারণে দু’বার খেলা বন্ধ রাখতে হয়েছিল। ১-১ গোলে ম্যাচটি ড্র হয় শেষ পর্যন্ত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments