অলস্পোর্ট ডেস্ক: মহিলা ফুটবল বিশ্বকাপ ২০২৩-এ জাম্বিয়ার কোচের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়ে দেশে ফিরে গিয়েছে জাম্বিয়া। এবার তাঁদের কোচের বিরুদ্ধে তাঁদেরই দলের এক খেলোয়াড়কে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। তবে এই ঘটনার খবরে অবাক জাম্বিয়া-র ফুটবল কমিটি।
জানা যাচ্ছে, জাম্বিয়ার কোচ ব্রুস এমবাপে প্রশিক্ষণের সময় এক খেলোয়াড়ের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। জানা গিয়েছে তিনি এক ফুটবলারের স্তনে হাত দেন। এই খবর প্রকাশিত হওয়ার পর ফিফার তরফে তদন্ত শুরু করা হয়েছে। তাঁরা এই ঘটনাকে ‘‘অভব্য আচরণের অভিযোগ’’ বলে সম্বোধন করেছে।
ফিফার এক মুখ্যপাত্র এ বিষয়ে বলেছেন, ‘‘আমাদের কাছে জাম্বিয়ার জাতীয় দল সম্পর্কিত একটা অভিযোগ এসেছে এবং সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ফিফা এই ধরনের অভব্য আচরণের অভিযোগের যথেষ্ট গুরুত্ব দেয়। যদি ফুটবলের কেউ কোনও ব্যাপারে অভিযোগ করতে চায় তাঁর জন্য একটা স্বচ্ছ্ব প্রক্রিয়া রয়েছে। ’’
গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে জাম্বিয়া জাতীয় দল। দেশে ফিরে গিয়েছেন তারা। তারপরই এই অভিযোগ জানান সেই ফুটবলার। গত বছরও এই ধরনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, তখন তদন্ত করেছিল জাম্বিয়ার ফুটবল কমিটি। কিন্তু তদন্তে কি পাওয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
ওয়ার্ল্ড কাপ চলাকালীন এমবাপে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। ‘‘আপনারা কিসের কথা বলছেন? আমি জানতে চাই, কারণ না জেনে আমি অবসর নেব না। আপনারা এই কথা বলছেন নিশ্চয় কোনও খবর পড়ে। কিন্তু সত্যিটা একদিন ঠিক সামনে আসবে। গুজব শুনে কাউকে দোষী বলা যায় না,’’ বলেছেন এমবাপে।
নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে তাঁরা বিশ্বকাপের সময় এই ধরণের অভিযোগ পেয়েছে। কিন্তু প্রাথমিক তদন্তের পর আর কোনও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পরেনি।
পুলিশ এবং ফিফা জড়িত থাকা সত্ত্বেও জাম্বিয়ার ফুটবল কমিটি এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁরা বলেছে, ‘‘আমরা অবাক হয়েছি আমাদের কোচের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুনে। আমরা আমাদের সব খেলোয়াড় এবং কর্মীদের থেকে সততা আশা করি। সঠিক প্রমান পেলে আমরা এই ব্যাপারে তদন্ত শুরু করব।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার