দ্যুতি চার বছর আগে এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে রুপো জেতেন। এছাড়াও ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের তারকা স্প্রিন্টার।
ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চন্দকে (Dutee Chand) নির্বাসিত করল বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা ওয়াডা (WADA)। দ্যুতির মূত্রের নমুনায় নিষিদ্ধ উপকরণ থাকায় এশিয়ান গেমসে পদকজয়ী তারকাকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হল।
নির্বাসিত দ্য়ুতি
দ্যুতির দেওয়া ‘এ’- নমুনায় নিষিদ্ধ উপকরণ পাওয়া গিয়েছে। তারকা স্প্রিন্টারের নমুনায় সার্স ৩৪ অ্যান্ডারিন, ও ডেফিনাইলেডারিন, সার্ম্স এবং লিগানড্রল মেটাবোলাইট পাওয়া গিয়েছে। ওয়াডার ওয়েবসাইট অনুযায়ী এই উপকরণগুলি কোনও অ্যাথলিটের পারফরম্যান্স ভাল করার জন্য ব্যবহার করা হতে পারে। এই উপকরণের মাধ্যমে পেশি ও হাড়ের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। সেই কারণেই এই উপকরণগুলির ব্যবহার নিষিদ্ধ। এর জেরেই নির্বাসিত হলেন দ্যুতি। অবশ্য দ্যুতি এই নির্বাসনের বিরুদ্ধে আপিল করতে পারেন। এছাড়া এরপর তাঁর দেওয়া ‘বি’ নমুনাটিও পরীক্ষা করা হবে।
দ্যুতি চার বছর আগে এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে রুপো জেতেন। এছাড়াও ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের তারকা স্প্রিন্টার। ২০১৯ সালেই প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইউনিভার্সিয়েডে ১০০ মিটারে সোনা জেতেন। তবে এই নির্বাসনের পর তাঁর ভবিষ্য়ত ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।