অলস্পোর্ট ডেস্ক: হকি রেফারিং থেকে ভিনেশ ফোগতকে অযোগ্য ঘোষণা করা, অলিম্পিক ২০২৪ ভারতীয়দের কাজে সাফল্যের কম, বিতর্কের বেশি। তার মধ্যেই বৃহস্পতিবার জোড়া পদকের লক্ষ্যে থাকবে ভারতের সামনে। বিকেলে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে ভারতীয় হকি দল। আর বেশি রাতে নামবেন নীরজ চোপড়া। তাঁকে ঘিরে রয়েছে একমাত্র সোনার স্বপ্ন। দেখে নেওয়া যাক এদিন ভারতের হয়ে কাঁরা নামছেন।
প্যারিস অলিম্পিকের ১৩তম দিনে ভারতের সময়সূচী:
দুপুর ১২:৩০ – গলফ – মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক খেলার রাউন্ড ২ – দীক্ষা ডাগর, অদিতি অশোক
দুপুর ০২:০৫ – অ্যাথলেটিক্স – মহিলাদের ১০০ মিটার হার্ডলস রিপেচেজ রাউন্ড – জ্যোতি ইয়ারাজি
দুপুর ০২:৩০ – কুস্তি – পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি ১/৮ ফাইনাল – আমান সেহরাওয়াত
পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি ১/৪ ফাইনাল – আমান সেহরাওয়াত (যোগ্যতা সাপেক্ষে)
দুপুর ০২:৩০ – কুস্তি – মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি ১/৮ ফাইনাল – আংশু মালিক
মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি ১/৪ ফাইনাল – আংশু মালিক (যোগ্যতা সাপেক্ষে)
বিকেল ০৫:৩০ – হকি – পুরুষদের ব্রোঞ্জ পদক ম্যাচ – ভারত বনাম স্পেন
রাত ০৯:৪৫ – কুস্তি – পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি সেমিফাইনাল – আমান সেহরাওয়াত (যোগ্যতা সাপেক্ষে)
মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি সেমিফাইনাল – আংশু মালিক (যোগ্যতা সাপেক্ষে)
রাত ১১:৫৫ – অ্যাথলেটিক্স – পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল – নীরজ চোপড়া
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার