অলস্পোর্ট ডেস্ক: আরও একটা ফিল্ম ফেস্টিভ্যাল। তবে এবার স্পোর্টস ফিলম ফেস্টিভ্যাল।এই নিয়ে তৃতীয় বছরে পা দিল ‘বুলস আই – ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’। প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের উপস্থিতিতে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫-এ উদ্বোধন হবে এই স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের। তবে সব সিনেমা দেখা যাবে নন্দন থ্রি-তে। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৫-এ দুপুর ১.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। তার আগে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ফেস্টিভ্যালের ঘোষণা করে দিলেন আয়োজকরা।
আয়োজক সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশন ও ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়ার সঙ্গে এই বছর যুক্ত হয়েছে নয়ডার প্যান-ইন্ডিয়া স্পোর্টস ডেভলপমেন্ট সংস্থা ‘স্ট্রেইট ড্রাইভ’। কলকাতা ছাড়াও এই ফেস্টিভ্যাল ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের আরও চারটি শহরে। সেগুলি হল শিলিগুড়ি, লখনউ, দিল্লি ও পোর্ট ব্লেয়ার। যেখানে দেখানো হবে ২০২৪ ও ২০২৫-এর পুরস্কারপ্রাপ্ত বাছাই করা সিনেমা। এর পর লক্ষ্য আছে আরও জায়গায় ছড়িয়ে দেওয়ার।
এবারের ক্রীড়া সিনেমা উৎসবে ১৩টি দেশ বিভিন্ন ভাষায় থেকে দেখা যাবে মোট ২৪টি ছবি। প্রতিযোগিতায় থাকবে মোট ১৮টি সিনেমা। অস্ট্রেলিয়া (১), কলোম্বিয়া (১), গ্রীস (১১), ইরান (২), জাপান (১), নিউজিল্যান্ড (১), সার্বিয়া (১), স্পেন (২), শ্রীলঙ্কা (১), ইউএসএ (৪) ও ভারত (৩) থেকে প্রতিযোগিতায় থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। যে সিনেমাগুলো প্রথমবার দেখানো হবে ভারতে। এর সঙ্গে এই বছর যুক্ত হচ্ছে নতুন ক্যাটাগরি এলজিবিটি কিউ স্পোর্টস ও অ্যাডভেঞ্চার স্পোর্টস।
এই ফেস্টিভ্যালে তিনটি ভিন্ন বিভাগে দেওয়া হবে পুরস্কার। তার মধ্যে রয়েছে ফিকশন, ননফিকশন ও এলজবিটি কিউ)। ফেস্টিভ্যাল শুরু হবে ইরানিয়ান ছবি ‘আলি ভার্সেস আলি’ দিয়ে। শেষ হবে বাংলা সিনেমা ‘দাবাড়ু’ দিয়ে। এই উৎসব দেশের ক্রীড়াপ্রেমীদর জন্য বাড়তি প্রাপ্তি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার