অলস্পোর্ট ডেস্ক: ২৬ জুলাই থেকে শুরু হতে চলা প্যারিস অলিম্পিকে অংশ নিতে ভারতের পুরো তিরন্দাজি, টেবিল টেনিস এবং হকি দল-সহ মোট ৪৯ জন ভারতীয় ক্রীড়াবিদ গেমস ভিলেজে পৌঁছলেন। ১৯ সদস্যের ভারতীয় পুরুষ হকি দল, ফ্রান্সের রাজধানীতে পৌঁছেছে। এছাড়া অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী ২১ জনের মধ্যে 10 জন শ্যুটার চ্যাটোরোক্সে পৌঁছেছে। দুই টেনিস খেলোয়াড়, একজন শাটলার, একজন রোয়ার এবং দুই সাঁতারু-সহ তিরন্দাজ দলের ছয় সদস্যের সবাই শহরে পৌঁছে গিয়েছে।
প্যারিস অলিম্পিকে ৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা-সহ ১১৭ জন ক্রীড়াবিদ ভারতের প্রতিনিধিত্ব করবেন। তারা ৯৫টি পদকের জন্য ৬৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও সঙ্গে রয়েছে ১৪০ জন সাপোর্ট স্টাফ। যা ২৫৭ জনের কন্টিনজেন্টে পরিণত করেছে ভারতকে।
টোকিও অলিম্পিকে, ১১৯ সদস্যের দল ভারতের প্রতিনিধিত্ব করেছিল, এবং নীরজ চোপড়া ঐতিহাসিক জ্যাভলিন থ্রোতে সোনা জয়ের পাশাপাশি সাতটি পদক নিয়ে দেশ সর্বকালের সেরা পারফরম্যান্স দেখিয়েছিল। চোপড়া তাঁর স্বর্ণপদক ধরে রাখতে এবারও প্যারিসে থাকবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার