অলস্পোর্ট ডেস্কঃ কলম্বিয়ার মেডেলিন শহরে বসেছে তিরন্দাজি বিশ্বকাপের আসর। সেই আসর মাতিয়ে তুললেন ভারতীয় তিরন্দাজ অভিষেক বর্মা। বিশ্বকাপের ‘স্টেজ-থ্রি’তে সোনা জিতলেন অভিষেক। কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন তিনি। ৩৩ বছরের অভিষেক রবিবার দুরন্ত ফর্মে ছিলেন। তিনি ফাইনালে হারান ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকার জেমস লুটজকে। খেলার ফল অভিষেকের পক্ষে ১৪৮-১৪৬। টানটান উত্তেজনার ফাইনালে শেষ হাসি হাসেন অভিষেক।
আর্চারি বিশ্বকাপে এটি অভিষেকের কেরিয়ারের তৃতীয় ব্যক্তিগত সোনা। দুই বছর বাদে ফের একবার সোনা জিতলেন তিনি। আগেরবার প্যারিসে ব্যক্তিগত সোনা জিতেছিলেন। এই বিশ্বকাপেই আবার প্রথম বাছাইকেও হারিয়েছেন অভিষেক। কোয়ার্টার-ফাইনালে এই ম্যাচে জেতেন তিনি। নেদারল্যান্ডসের মাইক স্কোলেসারের বিরুদ্ধে তিনি কোয়ার্টার-ফাইনালে একটা সময় খেলার ফলছি ল ১৪৮-১৪৮। এরপর খেলা গড়ায় শ্যুট-আউটে। সেখানেই শীর্ষ বাছাইকে হারান অভিষেক।
সেমিফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন ব্রাজিলিয়ান প্রতিপক্ষের। কোয়ার্টার-ফাইনাল এবং ফাইনালের তুলনায় তাঁর সেমিফাইনাল জয় ছিল অনেকটাই সহজ। পয়েন্টের বিচারে এই ম্যাচে ১৪৮-১৪৩ পয়েন্টে জয়ী হন অভিষেক। ব্রাজিলের লুকাস অ্যাব্রিউয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালে ওঠেন অভিষেক বর্মা। ফাইনালে তিনি মুখোমুখি হন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জেমস লুটজের বিরুদ্ধে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেখানেই ভারতীয় তিরন্দাজ মাত্র দুই পয়েন্টের ব্যবধানে শিরোপা জেতেন।
সেপ্টেম্বর মাসে মেক্সিকোতে হবে ফাইনাল। সেখানেই প্রথমেশ জকারের সঙ্গে অংশ নেবেন অভিষেক বর্মা। মেডেলিনের টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত তিনটি ব্রোঞ্জ এবং একটি সোনা জেতেন। পুরুষদের দলগত বিভাগেও কম্পাউন্ডে ব্রোঞ্জ জিতেছেন অভিষেক। তবে রিকার্ভ বিভাগে ভারতের পারফরম্যান্স ভালো নয়। কোনও ভারতীয় তিরন্দাজ এই বিভাগে কোয়ার্টার-ফাইনালের পেরোতে পারেননি। সোমবারেই শেষ হচ্ছে বিশ্বকাপের স্টেজ থ্রি’র এই প্রতিযোগিতা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার