অলস্পোর্ট ডেস্ক: আরও একটা বছর হই হই করে হয়ে গেল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমার ট্রি সিএসজেসি অ্যানুয়াল অ্যাওয়ার্ড ২০২৫-এর মঞ্চ ছিল তারকায় ভরা। কে নেই সেই মঞ্চে, ক্রিকেটের সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে নবাগত তারকা আকাশদীপ, হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তির্কে থেকে সদ্য আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানানো লিয়েন্ডার পেজ, ছিলেন প্রাক্তন মোহনবাগান ও বর্তমান ডায়মন্ড হারবার কোচ কিছু ভিকুনা। সবার আগে ভেন্যুতে পৌঁছলেন তিনি। তাঁর পর এক এক করে এলেন লিয়েন্ডার, দিলীপ তির্কে, মন্ত্রী সুজিত বসু। ছিল তালিকার সব থেকে খুদে পুরস্কার প্রাপক সর্বার্থ। সবার শেষে ময়দানে এন্ট্রি নিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।
সিএসজেসি ও আমার ট্রির উদ্যোগে চিনার পার্কের শান্তিবন ব্যাঙ্কোয়েট হল ও লন সেজে উঠেছিল ক্রীড়াবিদদের সংবর্ধনায়। অনুষ্ঠানে পুরস্কার প্রাপক ছাড়াও উপস্থিত ছিলেন গ্ৰ্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এদিন সামনে আনা হল সিএসজেসির থিম সঙ। যা গেয়েছেন সুদীপ্ত গাইন, লেখা ক্লাব প্রেসিডেন্ট শুভেন রাহার। এদিন যদিও খেলার জন্য বাইরে থাকায় পুরস্কার মঞ্চে হাজির থাকতে পারেননি শুভাশিস বসু, সঙ্গীতা বাসফোর-সহ বেশ কয়েকজন। তাঁদের পুরস্কার তুলে দেওয়া হয় তাঁদের পরিবারের হাতে।
জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তাঁর পর ছিল ছৌ নাচের অনুষ্ঠান। তার আগেই মঞ্চে হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক মঞ্চ যখন পাশাপাশি বসে লিয়েন্ডার পেজ, সৌরভ গঙ্গোপাধ্যায় ও দিলীপ তির্কে তখন আলাদা আবহ তৈরি হয়। ভারতের পতাকা হাতে এই তিন জন তিন খেলাকে বিশ্ব মঞ্চে স্বীকৃতি দিয়েছেন। আজ তাঁরা এক সঙ্গে পাশাপাশি কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে। অনুষ্ঠান শেষে সংবর্ধিত করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যদিও পুরো পুরস্কার অনুষ্ঠানকে সিএসজেসির সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি।
একনজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকদের তালিকা:
লাইফটাইম অ্যাচিভমেন্ট: দিলীপ তির্কে, লিয়েন্ডার পেস
বছরের সেরা ক্রীড়াবিদ (সিনিয়র): ঐহিকা মুখোপাধ্যায়।
বছরের সেরা ক্রীড়াবিদ (জুনিয়র): সর্বার্থ মণি।
বছরের সেরা কোচ: কিবু ভিকুনা।
বছরের সেরা ক্রিকেটার: আকাশ দীপ
বছরের সেরা ফুটবলার: শুভাশিস বসু
বর্ষসেরা তারকা ফুটবলার: রবি হাঁসদা
বছরের সেরা ফুটবলার (মহিলা): সঙ্গীতা বাসফোর
বছরের সেরা ক্রীড়াবিদ (মহিলা): মৌমিতা মণ্ডল
বছরের সেরা ক্রীড়াবিদ (পুরুষ): সতায়ু মণ্ডল
বছরের সেরা জিমন্যাস্ট: প্রতিস্থা সামন্ত
বছরের সেরা শুটার: অভিনব শ
বছরের সেরা রোয়ার: শ্বেতা ব্রহ্মচারী
বছরের সেরা খো খো খেলোয়াড়: সুমন বর্মণ
বছরের সেরা সাঁতারু: সানিথি মুখোপাধ্যায়
বছরের সেরা হকি খেলোয়াড়: অভয় এক্কা
বছরের সেরা ভলিবল খেলোয়াড়: কুনাল দাস
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





