অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়ে অবসরের ইঙ্গিত দিয়ে দিলেন অ্যান্ডি মারে । তিনি জানিয়ে দিলেন, এটার খুব সম্ভাবনা রয়েছে যে এটিই তাঁর শেষ অস্ট্রেলিয়ান ওপেন। ৩৬ বছর বয়সী এই টেনিস তারকা ৬১ মিনিটের লড়াইয়ের প্রথম সেটে লড়াই দিলেও পরে আর পারেননি। আর্জেন্টিনার টমাস মার্টিন শেষ পর্যন্ত ৬-৪, ৬-২, ৬-২ সেটে মারেকে হারিয়ে দেন। ২০২৩-ও মারের জন্য খুব একটা ভাল যায়নি। মাত্র একটি জয় সেই গত বছর তাঁর ঝুলিতে। তবে তিনি এবার নিশ্চিত, যদি দ্রুত তাঁর ফর্ম ফিরে না আসে তাহলে হয়তো খেলোয়াড় কেরিয়ারের ইতির কথা ভাববেন।
তিনি বলেন, “হ্যাঁ, এটার খুব সম্ভাবনা রয়েছে যে আমি এই শেষবারের মতো এখানে খেললাম।” এর সঙ্গেই তিনি জু়ড়ে দেন, “গতবছর এখানে যে ম্যাচ খেলেছিলাম তার তুলনায় এবার কোর্ট ছাড়ার সময় একদম উল্টো অনুভূতি কাজ করছিল। আমি নিজের খেলা নিয়ে হতাশ। কঠিন,কঠিন শেষ”
ব্রিটিশ এই তারকা প্লেয়ার ২০১৩ ও ২০১৬-তে উইম্বলডন জিতেছেন। এছাড়া ২০১২-তে জেতেন ইউএস ওপেন। এক কথায় বিশ্ব টেনিসের একটা প্রজন্মের শেষ হওয়ার ঘোষণা। রজার ফেডেরার অবসর নেন ২০২২-এ। ২০২৩ থেকে চোটের কারণে তেমনভাবে খেলতে পারেননি রাফায়েল নাদাল। এবারও অস্ট্রেলিয়ান ওপেনে খলতে পারেননি তিনি। ৩৬ বছর বয়সী জকোভিচ এখনও স্বপ্ন দেখাচ্ছেন তাঁর গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডকে ২৪-এ নিয়ে যাওয়ার।
মারে বলেন, “আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি, ওরা খুব ভাল করে আমার পরিস্থিতি সম্পর্কে জানে। আমি কোথায় খেলা শেষ করতে চাই এবং কখন। আমি এখনও কোনো নিশ্চিত সিদ্ধান্ত নিইনি এই বিষয়ে। তবে এটা অবশ্যই এমন একটা বিষয় যেটা নিয়ে ভাবতে হবে। এমনটা নয় যে আমার মাথায় কিছু নেই। তবে নিজের পারফর্মেন্সের ওপর সিদ্ধান্তটা নির্ভর করে। যেমন এদিনের ম্যাচ। যার পর আমি এই আত্মবিশ্বাস পাইনি যে এখান থেকে আমি ভাল ফল করে ঘুরে দাঁড়াতে পারব।”
এদিকে একই দিনে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছেন দু’বারের চ্যাাম্পিয়ন নাওমি ওসাকা। সোমবার প্রথম রাউন্ডেই তিনি ক্যারোলিনা গার্সিয়ার কাছে ৪-৬, ৬-৭ (২/৭)-এ হেরে যান। জাপানের এই তারকা টেনিস প্লেয়ারের ঝুলিতে রয়েছে চারটি গ্র্যান্ডস্লাম। মানসিক স্বাস্থ্যের সমস্যার কারণে ২০২২ থেকে টেনিসের বাইরে ছিলেন তিনি। গত জুলাাইয়ে কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তিনি আবার কোর্টে ফেরার সিদ্ধান্ত নেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার