Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাচোটের জেরে টেনিস ছাড়লেন ২৭ বছরের কোন্টাভেইট

চোটের জেরে টেনিস ছাড়লেন ২৭ বছরের কোন্টাভেইট

অলস্পোর্ট ডেস্কঃ মাত্র ২৭ বছর বয়স তাঁর। আর এই বয়সেই টেনিস খেলাকে পুরোপুরি ভাবে বিদায় জানালেন অ্যানেট কোন্টাভেইট। গত বছর অর্থাৎ ২০২২ সালে বিশ্ব মহিলাদের টেনিস র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে জায়গা করে নেন এই টেনিস সুন্দরী। বেশ ফর্মেই ছিলেন বলা চলে। কিন্তু হঠাৎ তাঁর এমন সিদ্ধান্তে অবাক হয়েছে গোটা টেনিস বিশ্ব। জানা গিয়েছে, তাঁর চোটের অবস্থা এতটাই খারাপ যে কোর্টে নামার আর কোনও রকম ঝুঁকি তিনি নিতে পারবেন না।

আগামী ৩ জুলাই উইম্বলডনের আগে শেষবার ঘাসের কোর্টে নামবেন কোন্টাভেইট। ইনস্টাগ্রামে এমনটাই জানিয়েছেন তিনি। এই টেনিস সুন্দরী লিখেছেন, ‘গত কয়েক মাস ধরে আমি বিভিন্ন চিকিৎসকদের পরামর্শ নিয়েছি। তারা কেউই আমাকে ফের কোর্টে দেখতে চায় না। কারণ আমার চোট এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে যে কোনও ভাবেই আর কামব্যাক করা সম্ভব নয়। তাই আমি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি নিজেও খুব হতাশ হয়ে পড়েছি। এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে একেবারেই কল্পনা করতে পারিনি। আমার পক্ষে কোনও ভাবে শীর্ষ স্থানীয় টুর্নামেন্ট খেলা সম্ভব নয়। তাই এমন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হলাম।’

কোন্টাভেইট মহিলাদের সিঙ্গলসে ৬ বার জিতেছেন। শুধু তাই নয়, একাধিক রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। পাশাপাশি ২০২০ অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেন কোন্টাভেইট। এই টেনিস সুন্দরীর অবসরের সিদ্ধান্ত যেমন অবাক করেছে সকলকে, ঠিক তেমনই অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments