Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাএশিয়ান গেমস ২০২৩: ভারতের হয়ে অ্যাথলেটিক্সে প্রথম সোনা অবিনাশ সাবলের

এশিয়ান গেমস ২০২৩: ভারতের হয়ে অ্যাথলেটিক্সে প্রথম সোনা অবিনাশ সাবলের

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ সোনা জিতলেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে সোনা পেলেন তিনি। এ বারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন অবিনাশ। এশিয়ান গেমসে রেকর্ড গড়লেন তিনি। স্টিপলচেজে নয়া ইতিহাস রচনা করলেন অবিনাশ।

এর আগে কমনওয়েলথ গেমসে স্টিপলচেজে রুপো জিতেছিলেন অবিনাশ সাবলে। তখন থেকেই এশিয়ান গেমসে তাঁকে সোনা জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল। যার ফলে অবিনাশের উপর বাড়ছিল প্রত্যাশার চাপও। তবে সকলের প্রত্যাশা নিজের দক্ষতা দিয়ে প্রমাণ করলেন অবিনাশ। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতে দেশকে গর্বিত করলেন তারকা অ্যাথলেট। ৮:১৯.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করেন অবিনাশ। যা এশিয়ান গেমসের ইতিহাসে রেকর্ড।

১৯৯৪ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন অবিনাশ সাবলে। ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড জগতে তিনি যথেষ্ট পরিচিত মুখ। ৩,০০০ মিটার স্টিপলচেজ প্রতিযোগিতায় ইতিমধ্যেই তিনি নিজের একটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন। মহারাষ্ট্রের মান্ডোয়ায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন অবিনাশ। আপাতত তিনি যে ভারতের অন্যতম লং-ডিসটেন্স রানার, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না।

ছোটবেলা থেকেই হাঁটতে কিংবা দৌড়তে বেশ ভাল বাসতেন অবিনাশ। বাড়ি থেকে তাঁর স্কুলের দুরত্ব ছিল ৬ কিলোমিটার। গ্রামের রাস্তায় যানবাহনের অসুবিধার কারণে তিনি এই পথটা হেঁটে কিংবা দৌড়েই পারাপার করতেন। উচ্চমাধ্যমিক পাশ করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সিয়াচেন হিমবাহ, রাজস্থানের মরুভূমি এবং সিকিম-সহ বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন। তবে সেনাবাহিনীর হয়ে কাজ করার সময়ই অবিনাশ নিজের দৌড় প্রতিভা আবিষ্কার করেছিলেন।

২০১৫ সালে অবিনাশের অ্যাথলেটিক্স কেরিয়ার শুরু হয়েছিল। সতীর্থদের অনুরোধে ইন্টার-আর্মি ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে মাত্র ৩ মাসের মধ্যে তিনি ২০ কেজি ওজন কমিয়েছিলেন। জাতীয় শিবিরে নিকোলাই স্নেসারেভের তত্ত্বাবধানে তিনি ট্রেনিং শুরু করেন। তবে শেষপর্যন্ত তিনি আবারও নিজের পুরনো কোচ অমরীশ কুমারের কাছেই ফিরে আসেন। কারণ স্নেসারেভের ট্রেনিং সূচির সঙ্গে তিনি একেবারেই মানিয়ে নিতে পারছিলেন না।

তবে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে সাবলের কঠোর পরিশ্রম শেষপর্যন্ত সাফল্যের মুখ দেখতে পেয়েছে। ৮:১১.২০ সময়ে তিনি নিজের দৌড় শেষ করেছেন এবং রুপোর পদক জয় করেন। এই নিয়ে তিনি ৯ বার জাতীয় রেকর্ড কায়েম করেছেন। ৫,০০০ মিটার স্টিপল চেজেও তিনি ১৩:১৯.৩০ সেকেন্ডের রেকর্ড তৈরি করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments