অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) রবিবার প্যারিস অলিম্পিক-গামী ভারতীয় ক্রীড়াবিদদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে। তাদের প্রতিযোগিতার জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) ৮.৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই।
২৬ জুলাই থেকে শুরু হবে প্যারিস গেমস। ভারতীয় অ্যাথলিটরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্যারিসে। অনেক অ্যাথলিট অনেক আগে থেকেই বিদেশে ট্রেনিং করছেন। যাঁদের পিছনে রয়েছে কোটি কোটি টাকা খরচ। সরকার সব অ্যাথলিটদের ট্রেনিং থেকে অলিম্পিকে অংশ নেওয়ার জন্য যথাসাধ্য সাহায্য করেছে।
“আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে বিসিসিআই ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী আমাদের প্রতিভাবাণ ক্রীড়াবিদদের সমর্থন করবে। আমরা প্রতিযোগিতার জন্য আইওএ-কে ৮.৫ কোটি টাকা দিচ্ছি,” বিসিসিআই সচিব জয় শাহ তাঁর ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছেন।
“আমাদের অলিম্পিকগামী পুরো দলকে, আমরা শুভকামনা জানাই। ভারতকে গর্বিত কর! জয় হিন্দ!” লিখেছেন তিনি। প্যারিস অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১১৭ জন ক্রীড়াবিদ। এছাড়াও ১৪০ জন শক্তিশালী সাপোর্ট স্টাফ থাকবে। ২৫৭ সদস্যের ভারতীয় কন্টিনজেন্টে যোগ দেবে প্যারিস অলিম্পিকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার