সুচরিতা সেন চৌধুরী, মন্দারমনি: একটা জমজমাট আয়োজন। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ইতিহাসে এই প্রথম কলকাতা শহরের বাইরে আয়োজন করা হল এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে মিলে গেল পুরো বাংলার ক্রীড়াক্ষেত্রের মানুষ। কেউ ক্রীড়াবিদ তো কেউ ক্রীড়া প্রশাসক। আবার কেউ শুধুই ক্রীড়াপ্রেমী বা কেউ সাংবাদিক। সকলেই কলকাতা থেকে প্রায় পাঁচ ঘণ্টার যাত্রা করে পৌঁছেছিলেন মন্দারমনিতে। তার পরটা যেন একটা ইতিহাস রচনা হল মন্দারমনির বেনিয়ান ট্রি হোটেলের কনফারেন্স রুমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, প্রাক্তন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, ব্রিটিশ হাইকমিশনের হেড অফ মিশন ইয়ামি ওখানে, বেনিয়ান ট্রি হোটেলের কর্ণধার, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুভেন রাহা, সচিব অর্চিমান ভাদুড়িসহ ক্লাবের সব সদস্যরা।
এই অনুষ্ঠানে অংশ নিতে উড়ে এসেছিলেন প্যারালিম্পিয়ান দীপা মালিক। যিনি নিজেই একজন প্রেরণা দেশের তথা বিশ্বের সব ক্রীড়াবিদদের জন্য। কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবের বিচারে জীবনকৃতি সম্মান পেলেন পদ্মশ্রী ড. দীপা মালিক এবং বিলিয়ার্ডসের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও জাতীয় কোচ ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্ত মনোজ কোঠারি। তিনিও এদিন হাজির হয়েছিলেন পুরস্কারের মঞ্চে।
আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে যাঁরা দেশকে গর্বিত করে চলেছেন তাঁদেরও এই পুরস্কারের মাধ্যমে যেন আগামীর জন্য শুভেচ্ছা জানানো হল। জাতীয় স্তরে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন চলতি মরসুমে বিশ্ব বিলিয়ার্ডসে রানার্স সৌরভ কোঠারি এবং ২০২৪ অলিম্পিক্সের কোটা অর্জন করা শুটার মেহুলি ঘোষ। কিউ স্পোর্টস এবং প্যারা স্পোর্টসে বিশেষ পুরস্কার দেওয়া হল নীতা কোঠারিকে। এককথায় পুরো কোঠারি পরিবারকেই এদিন সম্মানিত করা হল। একই বিভাগে পুরস্কৃত হলেন দ্রোণাচার্য এস সত্যনারায়ণ।
সেরা ফুটবলার বেছে নেওয়া হয় মহমেডান স্পোর্টিং ক্লাবের ডেভিড লালহলাসাঙ্গাকে। তাঁর হয়ে এদিন পুরস্কার তুলে দেওয়া হয় দীপেন্দু বিশ্বাসের হাতে। এদিন অনেকে পুরস্কার প্রাপক উপস্থিত হতে পারেননি। তাঁদের হয়ে তাঁদের পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
এছাড়া জিমন্যাস্টিক্সে বিশেষ সম্মান জানানো হল কোচ টুম্পা দেবনাথকে। বর্ষসেরা ক্রিকেটার হলেন মুকেশ কুমার এবং রিচা ঘোষ। এবং সেরা অ্যাথিলট বেছে নেওয়া হয়েছে সোনিয়া বৈশ্যকে। সেরা জিমন্যাস্ট এবং সেরা ভলিবল খেলোয়াড়র পুরস্কার পেলেন প্রণতি দাস এবং শেখ শরিফ। সেরা সাঁতারু (প্যারা) রিমো সাহা, সেরা তিরন্দাজ জুয়েল সরকার, সেরা শুটার স্বর্ণালী রায়, সেরা দাবাড়ু নীলেশ সাহা, সেরা টেবল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য ও পয়মন্তী বৈশ্য। জমজমাট এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করলেন বিখ্যাত ধারাভাষ্যকার প্রদীপ রায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





