অলস্পোর্ট ডেস্ক: মহিলা ক্রীড়া সাংবাদিকদের প্রতিদিনের লড়াই এবং পরিশ্রমকে কুর্নিশ জানাল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব (CSJC). শনিবার ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের বিকেলে ক্লাব তাঁবুতে সংবর্ধিত করা হল ২৪ জন মহিলা ক্রীড়া সাংবাদিককে। অতিথি হিসেবে উৎসাহ দিয়ে গেলেন দুই নামী তারকা ক্রীড়াবিদ ফুটবলার শান্তি মল্লিক ও অ্যাথলিট সোমা বিশ্বাস। প্রথম মহিলা ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক বলেন, ‘এমন একটা দিনে সিএসজেসি যে ভাবে প্রত্যেককে সম্মান জানাল, এই পুরস্কার পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করবে ক্রীড়া সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে।’ এশিয়ান গেমসে জোড়া পদকজয়ী সোমা বিশ্বাস এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান সিএসজেসিকে।
সিএসজেসির ইতিহাসে প্রথমবার মিডিয়া ফুটবলে খেলেছিল মেয়েদের টিম। সেই দিনে অংশ নেওয়া সাংবাদিকদেরও পুরস্কৃত করা হয় এ দিন। ছিলেন এই অনুষ্ঠানের অন্যতম স্পনসর ব্রাদার্স ইন্ডিয়া ইন্টারন্যাশানালের দুই কর্ণধার সরোজ শামল ও সৌভিক মজুমদার। সিএসজেসি প্রেসিডেন্ট সুভেন রাহার কথায়, ‘ছেলে-মেয়ের প্রভেদ নয়, লড়াইকে জানাই স্বীকৃতি।’
সব মিলিয়ে, কাটে সুন্দর একটি সন্ধে।
যাঁদের সম্মানিত করা হল:
ইলোরা সেন, কৃষ্ণা রায়, মধুমিতা চক্রবর্তী, সুস্মিতা গঙ্গোপাধ্যায়, শিখা দেব, অদিতি সাহা, রুবি সরকার, সঙ্গীতা দে, সুচরিতা সেন চৌধুরী, সুতপা ভৌমিক, সম্পূর্ণা চক্রবর্তী, বিজয়া নাগ, প্রতুষ্যা মুখোপাধ্যায়, তানিয়া রায়, আশা কৈরি, মৌতান ঘোষাল, দেবলীনা দত্ত দে, সহেলী চক্রবর্তী, তানিয়া রক্ষিত, সঙ্ঘমিত্রা চক্রবর্তী, ঋতিকা চক্রবর্তী, প্রীতি সাহা, পিয়ালী বন্দ্যোপাধ্যায় ও মৌমিতা গোস্বামী চক্রবর্তী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার