Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাকমনওয়েলথ গেমস ২০২৬-এর আয়োজন থেকে সরে দাঁড়াল অস্ট্রেলিয়া

কমনওয়েলথ গেমস ২০২৬-এর আয়োজন থেকে সরে দাঁড়াল অস্ট্রেলিয়া

অলস্পোর্ট ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২৬ আয়োজন থেকে সরে দাঁড়াল অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া শহরে পরের কমনওয়েলথ গেমস আয়োজন করার কথা ছিল। কিন্তু অতিরিক্ত খরচের জন্য অস্ট্রেলিয়া এই আয়োজন করতে পারবে না। মঙ্গলবার ভিক্টোরিয়ার স্টেট প্রেসিডেন্ট ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানিয়েছেন তাঁদের ক্ষমতার থেকে বাজেট অনেক বেড়ে গিয়েছে।

মেলবোর্নে একটি সাংবাদিক বৈঠকে ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, ‘‘আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। ২০২৬ সালে যে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল তা আমরা করতে পারছি না। একটা খেলা আয়োজনের জন্য ৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ করা সম্ভব নয়। হাসপাতাল বা স্কুলের জন্য যে বরাদ্দ টাকা আছে তা আমি নিতে পারব না। আমাদের বাজেটের থেকে আয়োজনের খরচ তিনগুণ বেশি হয়ে দাঁড়িয়েছে এখন।’’

তিনি আরও বলে‌ন, ‘‘২০২৬-এ ভিক্টোরিয়াতে কমনওয়েলথ আয়োজন করা হচ্ছে না। আমরা তা কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। এর সঙ্গে আমরা আমাদের চুক্তিও শেষ করে ফেলতে চাই।’’   

২০২৬-এর কমনওয়েলথে ২০ রকমের খেলা হবে। মোট ২৬টা বিভাগ থাকবে। মোট পাঁচটা জায়গায় কমনওয়েলথ আয়োজনের পরিকল্পনা ছিল। জায়গাগুলো হল গিলং, বাল্লারাট, বেন্ডিগো, গিপসল্যান্ড ও শেপার্টন।

ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, ‘‘আয়োজনের জায়গা কমানোর কথাও ভেবে দেখা হয়েছে কিন্তু তা সত্বেও বাজেট আয়ত্বের মধ্যে আসছে না।’’

প্রথমে কমনওয়েলথ গেমসের জন্য দুই বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ করা হয়েছিল। কিন্তু পরে তা ক্রমশ বাড়তে থাকে। তাই কমনওয়েলথ কর্তৃপক্ষের সঙ্গে ২০২৬ সালের আয়োজনের চুক্তি ভেঙে দেয় অস্ট্রেলিয়া। এর জন্য তাঁদের মধ্যে সম্পর্কে কোনও প্রভাব পরবে না বলে জানিয়ে দেন ড্যানিয়েল। এই চুক্তি থেকে বেরিয়ে আসতে কত টাকা লেগেছে তা স্পষ্ট করে জানায়নি তাঁরা। তবে তিন বছর আগে এভাবে দায়িত্ব থেকে বেরিয়ে আসায় হতাশ কমনওয়েলথ গেমস ফেডারেশন।

ফেডারেশনের পক্ষ একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা হতাশ। আমাদের মাত্র আট ঘণ্টার নোটিশ দিয়ে তাঁরা তাঁদের সিদ্দান্ত জানিয়েছেন। এর আগে কোনও রকম আলোচনা করেননি তাঁরা।’’

১৪ মাস আগে এক্সক্লুসিভ বিডার হয়ে ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছিল। ফেডারেশন জানিয়েছে ভিক্টোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল তাঁরা আরও বেশি খেলা যোগ করবে ২০২৬-এর কমনওয়েলথে।

অস্ট্রেলিয়া শেষ মুহূর্তে সরে যাওয়ায় ২০২৬-এর গেমস নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। খুব কম দেশ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল। কোন দেশে কমনওয়েলথ আয়েজন করা হবে তা নিয়ে এখন নতুন করে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। ৫৪টি দেশ থেকে চার হাজারেরও বেশি অ্যাথলিট অংশগ্রহণ করেন কমনওয়েলথ গেমসে। সাধারণত ব্রিটিশ শাসনে যেসব দেশ ছিল তাদের নিয়ে আয়োজন করা হয় কমনওয়েলথ গেমস।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments