Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাস্পোর্টস জার্নালিস্ট ক্লাবের চক্ষু পরীক্ষা শিবিরে হাজির দীপেন্দু-অ্যালভিটো

স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের চক্ষু পরীক্ষা শিবিরে হাজির দীপেন্দু-অ্যালভিটো

অলস্পোর্ট ডেস্ক: দারুণ উদ্যোগ কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের। শনিবার সিএসজিসি-তে বসেছিল ফ্রি চক্ষু পরীক্ষার শিবির। গতবারের মতো এবারও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করছিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব (CSJC)। ‘নাগরিক স্বাস্থ্য সংঘ’-এর উদ্যোগে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই শিবিরে ক্রীড়া সাংবাদিক ও তাঁদের পরিবারের জন্য ছিল সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা। ময়দানের সকল ক্রীড়া সাংবাদিক শুধু নয়, তাঁদের অনেকের পরিবারও এদি‌ন এই ব্যবস্থায় উপকৃত হলেন। শনিবার সকাল ১১’টা থেকে বিকেল পর্যন্ত আশি জন চোখ পরীক্ষা করালেন। তাঁদের মধ্যে ক্লাবের সদস্যরা যেমন ছিলেন, তেমনই ময়দানে কাজ করা নানান সংবাদমাধ্যমের সাংবাদিকরাও এসেছিলেন। ময়দানের মালি ও অন্যান্য কর্মীদের জন্যও চক্ষু পরীক্ষার ব্যবস্থা ছিল।

শুধু চক্ষু পরীক্ষা নয় সঙ্গে দেওয়া হল চশমাও। পুরোটাই বিনামূল্যে। এদিন সিএসজেসি তাঁবুতে সকাল ১১ টা থেকে শুরু হয় শিবির। উদ্বোধনে হাজির ছিলেন দুই প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও অ্যালভিটো ডি’কুনহা।

এ ছাড়াও ছিলেন নাগরিক স্বাস্থ্য সঙ্ঘের সভাপতি কুঞ্জ বিহারী আগরওয়াল, সহ-সভাপতি ইন্দ্রকুমার ডাগা এবং সংস্থার সচিব বিকাশ চান্ডাক। মেডিকেল কলেজের বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ মানস পাল চোখ পরীক্ষা করলেন।
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুভেন রাহা, সচিব অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, কোষাধক্ষ্য অরিন্দম বন্দ্যোপাধ্যায়। ছিলেন সহ-সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী, অর্চিমান ভাদুড়ি, রূপক বসু, সহ সচিব নজরুল ইসলাম, কর্ম সমিতির সদস্য জয় চৌধুরী, অরূপ পাল-সহ অন্যান্য সদস্যরাও।

এই নিয়ে দু’বছরে পা দিল ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই উদ্যোগ। দীপেন্দু বিশ্বাস বলছিলেন, ‘‘আমি গত বছর ক্লাবের এই উদ্যোগে এসেছিলাম। আমার ভাল লাগছে এমনটা একটা কাজকে ক্রীড়া সাংবাদিক ক্লাব নিয়মিত এগিয়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে যাঁরা তাদের এটা করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকুন, আমরাও পাশে থাকব।’’

নাগরিক সঙ্ঘের সচিব বিকাশ চান্ডাক বলেছেন, “গত বারও আমরা এই শিবির করেছিলাম। সিএসজেসি-র মতো একটা ঐতিহ্যশালী ক্লাব যে ভাবে আমাদের সঙ্গে হাত মিলিয়েছে, ভবিষ্যতে আরও বড় ভাবে এই শিবির করা হবে।”

এদিন চক্ষু পরীক্ষা শুরু হয় দুই প্রাক্তন ফুটবলারকে দিয়েই। দু’জনেই চোখ পরীক্ষা করান। দীপেন্দু বিশ্বাস তো চশমাও পেয়ে যান সঙ্গে সঙ্গেই। তাদের আগমনে ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই উদ্যোগ অন্যমাত্রা পেল এদিন। ‘নাগরিক স্বাস্থ্য সংঘের তরফেও এই নিশ্চয়তা দেওয়া হল যে তারা এভাবেই পাশে থাকবেন। চক্ষু পরীক্ষার পাশাপাশি এদিন ক্লাব তাঁবুতে উদ্বোধন হল ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments