Tuesday, January 21, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলাফরাসি ওপেনে অঘটন, ১৭২ নম্বরের কাছে হার মেদভেদেভের  

ফরাসি ওপেনে অঘটন, ১৭২ নম্বরের কাছে হার মেদভেদেভের  

অলস্পোর্ট ডেস্কঃ ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই ঘটে গেল অঘটন। বিশ্ব ক্রমতালিকায় দুই নম্বরে থাকা রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেলেন ফরাসি ওপেন থেকে। আর তাঁকে হারালেন বিশ্ব র‍্যাঙ্কিং-এর ১৭২ নম্বরে থাকা থিয়াগো ওয়াইল্ড‌।

পাঁচ সেটের টানটান উত্তেজনার লড়াইতে দানিল মেদভেদেভকে শেষ পর্যন্ত হার স্বীকার করতে হল। ম্যাচে একটা সময়ে ২-১ সেটে এগিয়ে গিয়েছিলেন দানিল মেদভেদেভ। সেই জায়গা থেকেও অনবদ্য কামব্যাকে তাঁকে হারিয়ে দিলেন থিয়াগো। খেলার ফল দানিল মেদভেদেভের বিরুদ্ধে ৬-৭, ৭-৬, ৬-২, ৩-৬, ৪-৬। ফরাসি ওপেনের ইউটিউব চ্যানেলের তরফে এই ম্যাচের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে। যে ফুটেজ কার্যত স্তম্ভিত করে দিয়েছে গোটা বিশ্বের টেনিস ভক্তদের। উল্লেখ্য ফরাসি ওপেনের লাল সুড়কির কোর্টে এতবড় অঘটন ঘটল প্রায় ২৩ বছর পরে।

এর আগে ২০০০ সালে তৎকালীন দ্বিতীয় বাছাই আমেরিকান কিংবদন্তি পিট সাম্প্রাস ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গিয়েছিলেন। ওই ঘটনার ২৩ বছর বাদে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন দানিল মেদভেদেভ। এদিন প্রথম সেট হারের পর টানা দুই সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন দানিল মেদভেদেভ। কিন্তু শেষ পর্যন্ত তিনি পেরে উঠতে পারলেন না কোয়ালিফায়ার থেকে উঠে আসা থিয়াগো সেইবোচ ওয়াইল্ডেরর সামনে। ফলে দ্বিতীয় বাছাই তারকাকে হারিয়ে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে গেলে ১৭২ নম্বরে থাকা ব্রাজিলিয়ান তরুণ।

রোলাঁ গাঁরোয় মঙ্গলবার ৪ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারান ২৩ বছর বয়সি ওয়াইল্ড। ফলে ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম থেকে ছিটকে গেলেন ২৭ বছর বয়সি মেদভেদেভ। ফরাসি ওপেনের আগেই তিনি জিতেছিলেন রোম ওপেনের শিরোপা। কিন্তু ফরাসি ওপেনে শেষ রক্ষা করতে পারলেন না ২০২১ সালের ইউএস ওপেন জয়ী তারকা। অন্যদিকে ওয়াইল্ড এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে উঠলেন। এই জয়ের পরে তিনি জানিয়েছেন, ‘আমি জুনিয়ার পর্যায়ে থাকার সময় থেকে দানিলের খেলা দেখেছি। এই ক্লে কোর্টে তাঁকে হারিয়ে যেন আমার স্বপ্ন সত্যি হল।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments