অলস্পোর্ট ডেস্ক: ভারতের অন্যতম সেরা জিমন্যাস্ট দীপা কর্মকার, রবিবার মহিলাদের ভল্ট জিতে এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জনকারী প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস রচনা করলেন ৷ উজবেকিস্তানের রাজধানী শহরে প্রতিযোগিতার শেষ দিন ভল্ট ফাইনালে ৩০ বছর বয়সী দীপা ১৩.৫৬৬ স্কোর করেন।
উত্তর কোরিয়ার কিম সন হায়াং (১৩.৪৬৬) এবং জো কিয়ং বায়োল (১২.৯৬৬) যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছেন। ২০১৬ রিও অলিম্পিকে ভল্ট ফাইনালে চতুর্থ স্থানে থাকা দীপা, এর আগে ২০১৫ সালে একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
আশিস কুমার ২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে পৃথক ফ্লোর অনুশীলনে ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন। প্রণতি নায়ক ২০১৯ এবং ২০২০ সংস্করণেও ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার