অলস্পোর্ট ডেস্ক: চলে গেলেন বাংলার টেবল টেনিসের দ্রোণাচার্য কোচ জয়ন্ত পুশিলাল। বয়স হয়েছিল ৬৩। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। মঙ্গলবার রাতে নারকেলডাঙ্গায় নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অরূপ বসাক, মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড় গড়েছেন তিনি। ইউএসএতে গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন। তাঁর মৃত্যুতে শুধু টেবল টেনিস নয়, বাংলার ক্রীড়ামহলেও শোকের ছায়া।
তাঁর কোচিংয়ে প্রায় ১৫ জন জাতীয় চ্যাম্পিয়ন তৈরি হয়েছে বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ে। সেই তালিকায় রয়েছেন মৌমা দাস, অরূপ বসাক, অম্বিকা রাধিকা সুরেশ, প্রাপ্তি সেন-সহ অনেক তারকা প্লেয়ার। তিনি মলদ্বীপ এবং কাজাখস্তানের টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পাশাপাশি ২০১২ রিও অলিম্পিকে খেলা মার্কিন জাতীয় চ্যাম্পিয়ন লিলি ঝাং-এর সঙ্গেও কাজ করেছেন।
গত বছরই পেয়েছিলেন দ্রোণাচার্য পুরস্কার। দুটো কিডনিই খারাপ হয়ে গিয়েছিল। সপ্তাহে দু’বার করে চলত ডায়ালাইসিস।মৌমা, প্রাপ্তিরা পাশে দাঁড়িয়েছিলেন কোচের। কিন্তু শেষরক্ষা হল না। নারকেলডাঙায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই নারকেল ডাঙায় তাঁর অ্যাকাডেমি থেকে গত ৪০ বছরে উঠে এসেছেন একাধিক তারকা। তার সৃষ্টিকর্তাই চলে গেলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার