অলস্পোর্ট ডেস্ক: প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) বুধবার ঘোষণা করেছে যে সাতটি রিজার্ভ-সহ ১১৭ জন ক্রীড়াবিদ গেমসে ভারতীয় দলের অংশ হবে৷ নীরজ চোপড়া, পিভি সিন্ধু, নিখাত জারিন, মীরাবাঈ চানু এবং ভিনেশ ফোগতের মতো তারকাদের মেগা ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। রবি কুমার দাহিয়া এবং বজরং পুনিয়ার মতো বড় নাম — যারা টোকিও অলিম্পিকে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ পদক জিতেছিলেন, এবার ব্যর্থ হয়েছেন টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে।
প্যারিস অলিম্পিক ২০২৪-এর জন্য যোগ্যতা অর্জনকারী ভারতীয় ক্রীড়াবিদদের সম্পূর্ণ তালিকা দেওয়া হল—
অ্যাথলেটিক্স (২৭ +২)
পুরুষ: সর্বেশ কুশারে (পুরুষদের হাই জাম্প), সুরজ পানওয়ার (ম্যারাথন দৌঁড় মিশ্র রিলে হাঁটা), অক্ষদীপ সিং, বিকাশ সিং, পরমজিৎ বিষ্ট (পুরুষদের ২০ কিমি রেসওয়াক), কিশোর জেনা, নীরজ চোপড়া (পুরুষদের জ্যাভলিন থ্রো), মহম্মদ আনাস, মহম্মদ আজমল, অময় জ্যাকব, সন্তোষ তামিলরাসান, রাজেশ রমেশ (পুরুষদের ৪x৪০০ মিটার রিলে), অবিনাশ সাবলে (পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ), তাজিন্দরপাল সিং টুর (পুরুষদের শটপাট), আবদুল্লাহ আবুবকর, প্রভীল চিত্রভেল (পুরুষদের ট্রিপল জাম্প), জেসউইন অলড্রিন (পুরুষদের লং জাম্প)
মহিলা: আন্নু রানী (মহিলাদের জ্যাভলিন থ্রো), পারুল চৌধুরী (মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ ও মহিলাদের ৫০০০ মিটার), কিরণ পাহাল (মহিলাদের ৪০০ মিটার, মহিলাদের ৪x৪০০ মিটার রিলে), জ্যোতি ইয়ারাজি (মহিলাদের ১০০ মিটার হার্ডলস), অঙ্কিতা ধিয়ানি (মহিলাদের ৫০০০ মিটার), প্রিয়াঙ্কা গোস্বামী (মহিলাদের ২০ কিমি রেসওয়াক, ম্যারাথন রেস ওয়াক মিশ্র রিলে), জ্যোথিকা শ্রী ডান্ডি, সুভা ভেঙ্কটেসন, ভিথ্যা রামরাজ, পুভম্মা এমআর (মহিলাদের ৪x৪০০ মিটার রিলে)
অ্যাথলেটিক্স রিজার্ভ— প্রাচি, মিজো চাকো কুরিয়ান
তীরন্দাজ (৬)
পুরুষদের রিকার্ভ: ধীরাজ বোম্মাদেবরা, তরুণদীপ রাই, প্রবীণ যাদব
মহিলাদের রিকার্ভ: ভজন কৌর, দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত
ব্যাডমিন্টন (৭)
পুরুষ: এইচএস প্রণয়, লক্ষ্য সেন (সিঙ্গলস), সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি, চিরাগ শেঠি (ডবলস)
মহিলা: পিভি সিন্ধু (সিঙ্গলস), অশ্বিনী পোনপ্পা, তানিশা ক্রাস্টো (ডাবলস)
বক্সিং (৬)
পুরুষ: নিশান্ত দেব (৭১ কেজি), অমিত পাঙ্ঘল (৫১ কেজি)
মহিলা: নিখাত জারিন (৫০ কেজি), প্রীতি পাওয়ার (৫৪ কেজি), জেসমিন ল্যাম্বোরিয়া (৫৭ কেজি), লভলিনা বোরগোহাইন (৭৫ কেজি)
অশ্বারোহী (১)
আনুশ আগরওয়ালা (ড্রেসেজ)
গলফ (৪)
পুরুষ: গগনজিৎ ভূল্লার, শুভঙ্কর শর্মা
মহিলা: অদিতি অশোক, দীক্ষা ডাগর
হকি (১৬+৩)
পুরুষ: শ্রীজেশ, জার্মানপ্রীত সিং, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং, সুমিত, সঞ্জয়, রাজকুমার পাল, শমসের সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ, অভিষেক, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং, গুরজন্ত সিং।
পুরুষদের হকি দলের রিজার্ভ: নীলকান্ত শর্মা, জুগরাজ সিং, কৃষাণ বাহাদুর পাঠক
জুডো (১)
তুলিকা মান (মহিলাদের +৭৮ কেজি)
রোয়িং (১)
বলরাজ পানওয়ার (পুরুষদের একক স্কাল)
পালতোলা (২)
পুরুষ: বিষ্ণু সারাভানন (পুরুষদের ডিঙ্গি)
মহিলা: নেত্রা কুমানন (মহিলাদের ডিঙ্গি)
শুটিং (২১)
পুরুষ: সন্দীপ সিং, অর্জুন বাবুতা (১০ মিটার এয়ার রাইফেল), ঐশ্বরী তোমর, স্বপ্নিল কুসলে (৫০ মিটার রাইফেল ৩ পজিশন), সরবজ্যোত সিং, অর্জুন চিমা (১০ মিটার এয়ার পিস্তল), অনীশ ভানওয়াল, বিজয়বীর সিধু (২৫ মিটার আৱএফপি), পৃথ্বীরাজ টন্ডাইমান (পুরুষদের ট্র্যাপ), অনন্তজিৎ সিং নারুকা (পুরুষদের স্কিট, স্কিট মিশ্র দল)
মহিলা: ইলাভেনিল ভালারিভান, রমিতা (১০ মিটার এয়ার রাইফেল), সিফট কৌর সামরা, আঞ্জুম মুদগিল (৫০ মিটার রাইফেল ৩ পজিশন), রিদম সাংওয়ান (১০ মিটার এয়ার পিস্তল), মানু ভাকর (১০ মিটার এয়ার পিস্তল, ২৫ মিটার পিস্তল), এশা সিং (২৫ মিটার পিস্তল), রাজেশ্বরী কুমারী, শ্রেয়সী সিং (মহিলা ট্র্যাপ), মাহেশ্বরী চৌহান (মহিলা স্কিট, স্কিট মিশ্র দল), রাইজা ঢিলন (মহিলাদের স্কিট)
সাঁতার (২)
পুরুষ: শ্রীহরি নটরাজ (পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক)
মহিলা: ধিনিধি দেশিংহু (মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল)
টেবিল টেনিস (৬+২)
পুরুষ: শরৎ কমল, হরমিত দেশাই, মানব ঠক্কর
মহিলা: মনিকা বাত্রা, শ্রীজা আকুলা, অর্চনা কামাথ
টেবিল টেনিস রিজার্ভ: সাথিয়ান জি, আহিকা মুখোপাধ্যায়
টেনিস (৩)
রোহান বোপান্না, এন শ্রীরাম বালাজি (পুরুষ ডবলস)
সুমিত নাগাল (পুরুষ সিঙ্গলস)
ভারোত্তোলন (১)
মীরাবাই চানু – মহিলাদের ৪৯ কেজি
কুস্তি (৬)
পুরুষ: আমান সেহরাওয়াত (পুরুষদের ৫৭ কেজি)
মহিলা: ভিনেশ ফোগাট (মহিলাদের ৫০ কেজি), অন্তিম পাঙ্গল (মহিলাদের ৫৩ কেজি), আংশু মালিক (মহিলাদের ৫৭ কেজি), নিশা দাহিয়া (মহিলাদের ৬৮ কেজি), রিতিকা হুডা (মহিলাদের ৭৬ কেজি)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার