Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeঅন্য খেলা‘‘নীরজ-এর জয় গোটা দেশের জন্য গর্বের’’

‘‘নীরজ-এর জয় গোটা দেশের জন্য গর্বের’’

অলস্পোর্ট ডেস্ক: আরও একবার গোটা দেশেকে গর্বিত করলেন নীরজ চোপড়া। সোমবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন তিনি। পাকিস্তানের আর্শাদ নাদিমকে হারিয়ে তিনি আরও একবার সোনা জিতলেন সোমবার।নীরজের সোনা জেতার সঙ্গে সঙ্গেই তাঁর পরিবারসহ পুরো গ্রাম আনন্দে মেতে ওঠে। ভারতের সোনার ছেলের সোনা জেতার আনন্দে পুরো গ্রামে মিষ্টি বিতরণ করা হয়। নীরজ শুধু তাঁর গ্রামের গর্ব নয় তিনি দেশের গর্ব।

ছেলের জয়ের পরে নীরজের বাবা বলেন, ‘‘আমাদের পরিবারের জন্য এটা সত্যিই গর্বের বিষয়। এই স্বর্ণপদক গোটা দেশের জন্য গর্বের। তরুণ প্রজন্মকে আমার এটাই বলার যে তারা যেন সবসময় তাদের বাবা-মা-এর কথা শোনে। বাবা-মায়েদেরও সবসময় তাঁদের ছেলেমেয়েদের পাশে দাঁড়ানো উচিত। সব ক্ষেত্রেই ওদের সমর্থন করা উচিত। সেটা পড়াশুনো হোক কিংবা খেলাধূলা।’’

নীরাজের পরিবারের অন্য এক সদস্য বলেন, ‘‘প্রথমত আমি ভগবানকে ধন্যবাদ জানাতে চাই। তাঁর আর্শীবাদের জন্যই আজ ও এত সফল। তার সঙ্গে দেশের সব মানুষদেরকেও ধন্যবাদ জানাতে চাই, ওকে এত ভালবাসা দেওয়ার জন্য। এটা শুধুমাত্র আমাদের জন্যই আনন্দের মুহূর্ত নয় এটা পুরো দেশের জন্যই আনন্দের। আর কী বা আমরা আশা করব যখন সারা দেশ না ঘুমিয়ে নীরজের পাশে ছিল। এর থেকে বড় আনন্দের তো আর কিছু হতেই পারে না।’’

নীরজের মা সরোজা দেবী বলেন, ‘‘সোনা জিতে ও দেশের জন্য সুনাম এনে দিয়েছে। ও ফিরে আসার পরই আমরা ওর সাফল্য উদযাপন করব।’’

মাত্র ২৫ বছরেই অলিম্পিক্স ও বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন। সোমবার ইভেন্টের পর তিনি তাঁর অনুভূতির কথা জানিয়েছিলেন। পাকিস্তানের আর্শাদকে হারিয়ে তিনি প্রথম হয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments