অলস্পোর্ট ডেস্ক: প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ ইতিহাস রচনা করলেন তিরন্দাজ হরবিন্দর সিং। বুধবার তিনি প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিকে সোনা জিতে নেন। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টের ফাইনালে হরবিন্দর পোল্যান্ডের লুকাজ সিসজেককে হারিয়ে দেন। আগে বিশ্ব চ্যাম্পিয়ন সচিন সার্জেরাও খিলারি প্যারিস প্যারালিম্পিকে ভারতের ২১তম পদকটি জিতেছিলেন, পুরুষদের শট পাট এফ৪৬ ইভেন্টে রুপো জিতে।
টোকিও গেমসের ব্রোঞ্জ পদকজয়ী হরবিন্দর সিং প্যারিসে একটি একতরফা ফাইনালে পোল্যান্ডের লুকাজ সিসজেককে হারিয়ে প্যারালিম্পিকে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে রেকর্ড করে ফেললেন। ৩৩ বছর বয়সী ভারতীয়, যিনি তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকের সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কেভিন মাথারের কাছে হেরে গিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন সেই হরবিন্দরই সিসজেককে ৬-০ (২৮-২৪, ২৮-২৭, ২৯-২৫)-তে হারিয়ে সোনা জিতলেন।
হরবিন্দর, যিনি অর্থনীতিতে পিএইচডি করছেন, তিনি একদিনে পাঁচটি ব্যাক-টু-ব্যাক ম্যাচ জিতে ইতিহাসে নাম লিখে ফেলেছেন এবং তিরন্দাজিতে ভারতের দ্বিতীয় পদক জিতে নিয়েছেন। ছোটবেলায় ডেঙ্গুর চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তাঁর পা দুটোই অচল হয়ে যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার