অলস্পোর্ট ডেস্কঃ আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংঝাউয়েতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। আর এই টুর্নামেন্টে খেলতে পারবেন না গতবারে সোনা জয়ী হিমা দাস । ভারতের অ্যাথলেটিক্স দলের কোচ রাধাকৃষ্ণণ নায়ার জানান, এপ্রিল মাসে হ্যামস্ট্রিংয়ে চোট পান হিমা। সেই চোট তিনি এখনও সারিয়ে উঠতে পারেননি। তাঁর পিঠেও চোট রয়েছে। এই দুটি চোটই তিনি এখনও সারিয়ে উঠতে পারেননি। আর এই কারণে তিনি এশিয়ান গেমস খেলতে পারবেন না বলে জানিয়েছেন কোচ।
এশিয়ান গেমসে ভারতের হয়ে কারা খেলবেন সেটা ঠিক হবে জাতীয় স্তরের আন্তঃরাজ্য প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, ১৫ জুন থেকে। সেখানেও অংশ নেননি হিমা। রাধাকৃষ্ণণ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘১৫ এপ্রিল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হিমা। তার আগে থেকেই পিঠে একটা চোট ছিল। এই দুটি চোটেরই চিকিৎসা এখন চলছে। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার নিয়ম অনুযায়ী সে এই গেমসে অংশগ্রহণ করতে পারবেন না। এটা সত্যি খুবই দুর্ভাগ্য এবং হতাশা জনক।’
হিমা চোটের জন্য শুধু এশিয়ান গেমসেই নয়, গত মাসে রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপেও অংশগ্রহণ করতে পারেননি। আশা করা হচ্ছিল তিনি জাতীয় স্তরে আন্তঃরাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়তো পারবেন। কিন্তু সেখানেও তিনি অংশগ্রহণ করতে পারবেন না। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা জানায় বিশেষ অসুবিধা ছাড়া বাকি সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এই প্রতিযোগিতা থেকেই প্রতিযোগীদের বেছে এশিয়ান গেমসে পাঠানো হবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন সোনা জয়ী নীরজ চোপড়া ও ৩০০০ মিটার স্টিপলচেজে রুপোজয়ী অবিনাশ সাবলেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার