অলস্পোর্টড ডেস্ক: অস্ট্রেলিয়া সফরের জন্য ২০ সদস্যের ভারতীয় মহিলা হকি দল ঘোষণা করল হকি ইন্ডিয়া। আগামী ১৮ মে থেকে অ্যাডিলেডে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। এ ছাড়া অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধেও দুটো ম্যাচ খেলবে ভারতীয় মহিলা হকি দল। এই সফর ভারতীয় দলের জন্য মূলত হ্যাংঝৌ এশিয়ান গেমসের প্রস্তুতি পর্ব। ভারতীয় দলের অধিনায়কত্ব উঠেছে সবিতার কাঁধে। যিনি সম্প্রতি বলবীর সিং সিনিয়র হকি ইন্ডিয়া প্লেয়ার অফ দি ইয়ার পুরস্কার পেয়েছেন। সহঅধিনায়কত্ব করতে দেখা যাবে দীপ গ্রেস এক্কাকে।
ফরোয়ার্ড— বন্দনা কাটারিয়া, লালরেমসিয়াম, সঙ্গিতা কুমারী ও শর্মিলা দেবী।
মিডফিল্ডার— নিশা, নভজ্যোত কৌর, মোনিকা, সালিমা তেতে, নেহা, নভনীত কৌর, সোনিকা, জ্যোতি ও বলজিৎ কৌর।
ডিফেন্ডার— দীপ গ্রেস এক্কা, নিক্কি প্রধান, ইশিকা চৌধুরি, উদিতা ও গুরজিৎ কৌর।
গোলকিপার— সবিতা ও বিছু দেবী খারিবাম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com





