অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার কুমামোটোতে জাপান মাস্টার্স সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে ভারতীয় শাটলার এইচএস প্রণয়ের বিদায় হয়ে গেল। তার সঙ্গে বিদায় হয়ে গেল ভারতেরও। চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে প্রথম সেট জিতে নিলেও পরের দুটো সেটে হারের মুখ দেখতে হয় তাঁকে। এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয়, যিনি পিঠের চোট থেকে সেরে ওঠার পর কোর্টে ফিরেছিলেন। উদ্বোধনী খেলায় ২১-১৯, ১৬-২১, ১৯-২১ হেরে গেলেন বিশ্বের ১২ নম্বরের কাছে৷ এই লড়াই চলে ৭৩ মিনিট।
বিশ্বের ৮ নম্বরে থাকা ভারতীয় প্রথম গেমের নিয়ন্ত্রণ নিজের কাছেই রেখেছিলেন ৪-০ লিড নিয়েই শুরু করেছিলেন এবং বিরতিতে ১১-৮-এ এগিয়ে থাকতে পেরেছিলেন। চেন নিজেকে কাছাকাছি রাখার লড়াই চালিয়ে গেলেও প্রণয় ওপেনিং সেট নিজের দখলে রাখতে সক্ষম হন।
তবে দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন চেন। দ্রুত ৫-০ লিড নিয়ে নেয়। যদিও প্রণয় ১০-১০-এ সমতায় ফেরেন, চেন আবার ব্যবধান তৈরি করতে চারটি দ্রুত পয়েন্ট তুলে নেন, যা এই ভারতীয় শাটলার পূরণ করতে পারেননি।
চাইনিজ তাইপেই খেলোয়াড় এক সময় ১২-৪ ব্যবধানে এগিয়ে ছিল। শীঘ্রই প্রণয় তাঁর ট্রেডমার্ক ফাইটব্যাক তৈরি করে ধীরে ধীরে ১৯-১৯-এ সমতা আনতে সক্ষম হন। চেন অবশ্য ঠিক সময়েই ম্যাচ পুনরুদ্ধার করে ২১-১৯ ব্যবধানে জিতে নেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





