অলস্পোর্ট ডেস্কঃ জাপানকে১-০ গোলে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ মহিলা হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। ম্যাচের একমাত্র গোলটি করেন সুনেলিতা টোপ্পো। এই ম্যাচ জয়ের সঙ্গে জুনিয়র মহিলা হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নিল ভারতীয় দল। যা ২৯ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে সান্তিয়াগোতে।
২০১২ সালের পর জাপানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। ম্যাচে অবশ্য অনেক কঠিন বাধা পেরতে হয়েছে মহিলা দলকে। প্রথম তিন কোয়ার্টারে তারা গোলের মুখ খুলতে পারেনি। দুই দল ১২টি পেনাল্টি কর্নার পেয়েও তা কাজে লাগাতে পারেনি।জাপান বারবার ভারতীয় শিবিরে আঘাত আনার চেষ্টা করলেও তা কাজে লাগাতে পারেননি। অবশেষে ম্যাচের ৪৭ মিনিটে একমাত্র গোলের রাস্তা খোলেন সুনেলিতা। রবিবার চিন ও কোরিয়া ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ভারতীয় দল।
এশিয়া কাপের ফাইনালে ওঠার ফলে নভেম্বরে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারতীয় মহিলা হকি দল।৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। কিন্তু এর ২ মিনিট পর দারুন ফিল্ড গোল করেন সুনেলিতা। কিন্তু ৫৮ মিনিটে ড্র করার সুযোগ পেয়েছিল জাপান। পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি। বা বলা ভাল দারুন সেভ করে তাদের গোল করার রাস্তা আটকে দেন ভারতীয় কিপার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার