অলস্পোর্ট ডেস্ক: অলিম্পিক যেখানে শেষ করেছিল সেখান থেকেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে দিল ভারতীয় হকি দল। গতবারের পর এই বারও ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিক ২০২৪-এ ভারতকে সাফল্য এনে দিয়েছে ভারতীয় পুরুষ হকি দল। পর পর দু’বার ব্রোঞ্জ পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় হকি। এর পর একটু বিশ্রাম এবং তার আবার নেমে পড়েছে প্রতিযোগিতার আসরে। সোমবার পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল জাপানের। আর সেখানেই প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল ভারত।
সোমবার তাদের দ্বিতীয় পুরুষ হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে জাপানের বিরুদ্ধে ভারত প্রথম থেকেই প্রভাবশালী পারফরম্যান্স দিয়ে জয়ের রাস্তা তৈরি করতে শুরু করে। যার ফল জাপানকে চমকে দিয়ে খেলার শুরুর দুই মিনিটেই দু’গোল করে ভারত তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দেয়। প্রথম কোয়ার্টার ভারত শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকেই।
ভারত দ্বিতীয় কোয়ার্টার শুরু করে একই গতিতে। যেখানে প্রথম কোয়ার্টার শেষ করেছিল সেখান থেকেই দ্বিতীয় কোয়ার্টার শুরু করে তৃতীয় গোলটি তুলে নেয় ভারত। ৩-০ গোলে এগিয়ে যায় অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ীরা। হাফ টাইমের পর তৃতীয় কোয়ার্টার শুরু করে ৩-০ গোলে এগিয়ে থেকে। এই তৃতীয় কোয়ার্টারেই একমাত্র গোলটই তুলে নেয়া জাপান। ৩-১ করেন জাপানের কাজুমাসা মাতসুমোটো।
এর পর শেষ কোয়ার্টারে ভারত আরও দুই গোল তুলে নেয়। ভারতের হয়ে প্রথম গোলটি করেন সুখজিৎ। দুটো গোল করেন সুখজিৎ। এছাড়া বাকি তিনটি গোল করেন অভিষেক, সঞ্জয় ও উত্তম সিং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার